৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মেসি-সুয়ারেজদের দল। ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হারের মধ্য দিয়ে শেষ হলো তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।
প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচের পর থেকেই প্রত্যাবর্তনের প্রত্যাশা ছিল ভক্তদের। ঘরের মাঠের সুবিধা এবং দলে মেসি, সুয়ারেজ, আলবার মতো তারকা ফুটবলারদের উপস্থিতিতে আশাই ছিল যে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে দলটি। ম্যাচের শুরুতেও সেই আশার আভাস দিয়েছিল তারা। নবম মিনিটেই সুয়ারেজের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আলবা। এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মায়ামি, এবং তখনো তাদের কাছে ম্যাচটি ছিল উন্মুক্ত।
তবে দ্বিতীয়ার্ধে চিত্রটা বদলে যায়। ম্যাচের ৫১তম মিনিটে সমতা ফেরায় ভ্যাঙ্কুভার, গোল করেন ব্রায়ান ওয়াইট। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে মায়ামির রক্ষণ ভেঙে আরও একটি গোল করেন পেদ্রো ভিতা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সফরকারী দলের হাতে।
মায়ামি এরপর মরিয়া হয়ে আক্রমণে নামলেও কার্যত তারা সফল হতে পারেনি। বরং ৭১তম মিনিটে আবারও গোল হজম করে তারা। সাব্বিরের পাস থেকে তৃতীয় গোলটি করে ভ্যাঙ্কুভারের জয়ের সিলমোহর দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে ভ্যাঙ্কুভার, এবং দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে সহজেই ফাইনালে পৌঁছে যায় তারা।
এই হারে শুধু একটি ম্যাচ নয়, গোটা আসর থেকেই ছিটকে গেল ইন্টার মায়ামি। মৌসুমের শুরুটা ভালো হলেও শেষটা একেবারেই হতাশাজনক হলো মেসি ও তার দলের জন্য। এখন মায়ামির নজর থাকবে মেজর লিগ সকারের বাকি ম্যাচগুলোতে ভালো ফল করার দিকে।
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই