মানবেতর জীবনে লাখো বাংলাদেশি, সহায়তা দেবে সৌদি সরকার

যদিও শোনা গেছে দেশটির ক্ষতিগ্রস্ত নাগরিকসহ বসবাসরত বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রবাসী যারা খাদ্য সংকটে ভুগছেন, তাদের জরুরি সেবা দেবে সৌদি আরব সরকার। কিছু কিছু অঞ্চলে এ কর্মসূচি চালুও করা হয়েছে।
কী কারণে মানবেতর জীবন-
জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। কাজ বন্ধ। প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য কিছু পাওয়া যাচ্ছে না। সৌদি আরবে বৈধ বাংলাদেশিরাও এই মুহূর্তে বেকার।
অপরদিকে যারা অ’বৈধভাবে সেখানে বসবাস করছেন, তাদের অবস্থা আরও করুণ। বৈধরা সরকারি কিছু সেবা পেলেও তারা পাচ্ছে না। খাদ্য সংকটের পাশাপাশি তারা আছেন অর্থ সংকটেও। খাবার পাচ্ছেন না। ত্রাণের জন্যও ঘর থেকে বের হতে পারছেন না।
রেমিট্যান্স আহরণে দেশগুলোর অচল অবস্থার কারণে বিগত ২০-২৫ দিন থেকে কাজকর্ম বন্ধ হয়ে গেছে সৌদি আরবে। আয় নেই অ’বৈধদের। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের প্রবাসীদের চেয়ে সাধারণ শ্রমিকদের অবস্থা শোচনীয়। পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না। এমনকি নিজেদের চলাও কষ্টকর হয়ে পড়েছে।
দেশে টাকা পাঠানো, নিজেদের শোচণীয় অবস্থা- ইত্যাদি কারণে গত দুই সপ্তাহে দেশটিতে মৃত্যু হয়েছে বহু বাংলাদেশির। প্রত্যেকেরই মৃত্যুর কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া। অনেকেই বলছেন, দুশ্চিন্তার কারণে মা’রা গেছেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অবস্থা অব্যাহত থাকলে সামনের দিনগুলো প্রবাসীদের জন্য কঠিন হওয়ার পাশাপাশি অব্যাহত থাকবে রেমিট্যান্সের নেতিবাচক প্রভাব।
এমন উদ্ভুত পরিস্থিতিতে সৌদি সরকার দেশটিতে অবস্থানরত অ’বৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কিন্তু কবে নাগাদ এটি কার্যকর হবে তা জানা যায়নি।
কী করবে সৌদি সরকার-
করোনা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আগে নিজের দেশের নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদের জন্য বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানায় সৌদি সরকার। নতুন করে কর্মহীন প্রবাসীদের সহায়তার ঘোষণাও দিয়েছে সরকার।
সৌদি আরব সরকারের মানবসম্পদ মন্ত্রণালয় (সাবেক শ্রম মন্ত্রণালয়) এক টুইট বার্তায় নোটিশ আকারে এ বিষয়টি জানানো হয়। গতকাল সোমবার রাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মামুনুর রশিদও বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, প্রথম দফায় ২৫০ মিলিয়ন রিয়ালের ‘সকলের জন্য খাদ্য’ নামক একটি কর্মসূচি চালু করেছে দেশটির সরকার। এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সৌদি আরবের প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে (জামইয়্যা খাইরিয়্যাহ) দায়িত্ব প্রদান করা হয়েছে।
এসব সংগঠনের ফোন নম্বর উল্লেখ করে, নির্ধারিত সময়ে সাহায্যের জন্য কল করতে বলা হয়েছে। এছাড়া এ সহায়তা কার্যক্রমে অংশ নিতে চাইলে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা প্রদান করা যাবে মর্মে জানানো হয় নোটিশে।
রাজধানী রিয়াদ অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের জামইয়্যাতুল বির রিয়াদে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯২০০০০৬৭৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
দাম্মাম, খোবার, আল হাসা, হাফারের প্রবাসী বাংলাদেশিদের মারকাজুল আমলিয়্যাত ওয়াল মুবাদারাত আল মুজতামাইয়্যাতে সকাল ৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত ৯২০০২৫০০৮, ০৫৫৫৭৬৮৫২৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
সৌদি আরবে করোনা পরিস্থিতি : মা’রা গেছেন ৬৫ জন। আ’ক্রান্ত ৪ হাজার ৯৩৪। সুস্থ ৮০৫ জন।
- ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য যে বড় সুখবর
- গাজীপুরে হাসনাতের গাড়িতে হা ম লা: আটক ১২, উ ত্ত প্ত রাজনীতি
- টানা ৬ বলে ছক্কা হাকিয়ে আইপিএলে নতুন ইতিহাস গড়লেন রিয়ান পরাগ
- বাংলাদেশের ভয়ংকর বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড ‘এ’ দলের লজ্জার হার
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (৫ মে ২০২৫)
- আজ ৫/৫/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন
- আদালতে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি, ফের বিতর্কে হাজী সেলিম
- হায়দ্রাবাদ দলে বিশাল বড় ধাক্কা ,ছিটকে গেলো তারকা ক্রিকেটার
- আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ
- প্রতিপক্ষের জালে আটকে গেল বাংলাদেশের জয়ের স্বপ্ন
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- ইতালি যেতে আগ্রহীদের জন্য সুখবর, লিগ্যাল পথে নিচ্ছে আরও শ্রমিক
- আজই শেষ দিন: শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক অনুদান আবেদন
- বিকাশ গ্রাহকদের জন্য সুখবর