| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

করোনায় সবচেয়ে বিপর্যস্ত যে দশটি দেশ

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মার্চ ২০ ১৯:৫৯:৩৩
করোনায় সবচেয়ে বিপর্যস্ত যে দশটি দেশ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। তবে, চীনে প্রথম এই ভাইরাস ধরা পড়লেও তারা করোনার চিকিৎসার জন্য স্থাপিত সর্বশেষ হাসপাতালটিও বন্ধ ঘোষণা করেছে।

কিন্তু ভাইরাসটি এখনো দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। বর্তমানে ইতালি ও ইরানে চলছে ভয়াবহ পরিস্থিতি। এদিকে ভারতও ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা। ভারতের ৩০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

আক্রান্ত দেশগুলোর শীর্ষে আছে যে দশটি দেশ, দেখে নিন তার তালিকা (২০ মার্চ ২০২০ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে):

১. ইটালিমোট আক্রান্ত ৪১ হাজার ৩৫ জন। করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে। সেখানে মৃতের সংখ্যা তিন হাজার ৪০৫। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৪০ জন।

২. চীনবিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে। সেখানে মোট আক্রান্ত ৮১ হাজার ১৯৯জন। মারা গেছেন তিন হাজার ২৫৩ জন। কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি। চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ২৬৬ জন।

৩. ইরানমোট আক্রান্ত ১৮ হাজার ৪০৭ জন। মারা গেছেন এক হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৭৯ জন।

৪. স্পেনমোট আক্রান্ত ১৯ হাজার ৯৮০ জন। মারা গেছেন এক হাজার দুই জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৮ জন।

৫. ফ্রান্সমোট আক্রান্ত ১১ হাজার ১০ জন। মারা গেছেন ৩৭২ জন। সুস্থ হয়েছেন ১২জন।

৬. মার্কিন যুক্তরাষ্ট্রমোট আক্রান্ত ১৪ হাজার ২৫০ জন। মারা গেছেন ২০৫ জন। সুস্থ হয়েছেন ১২১ জন।

৭. যুক্তরাজ্যযুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৬ জন। মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬৫ জন।

৮. দক্ষিণ কোরিয়ামোট আক্রান্ত আট হাজার ৬৫২ জন। মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৪০ জন।

৯. নেদারল্যান্ডসমোট আক্রান্ত দুই হাজার ৪৬৮ জন। মারা গেছেন ৭৭ জন। সুস্থ হয়েছেন দুজন।

১০. জার্মানিমোট আক্রান্ত ১৫ হাজার ৩২০ জন। মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন।

ফুটবল

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

আজ শনিবার, ৩ মে ২০২৫—ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য টিভি এবং অনলাইনে খেলার দারুণ এক দিন। ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে