ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ বনাম হংকং: শেষ মুহূর্তের গোলেই স্বপ্নভঙ্গ, জানুন বাছাইপর্বের হালনাগাদ পয়েন্ট টেবিল

এশিয়ান কাপ বাছাইপর্বের সর্বশেষ পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০৯ ২২:৩২:৪৩

এশিয়ান কাপ বাছাইপর্বের সর্বশেষ পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান

এক শ্বাসরুদ্ধকর লড়াই শেষে হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে পরাজিত হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের স্বপ্নে নেমে এলো হতাশার ছায়া। ম্যাচজুড়ে রোমাঞ্চ ছিল টানটান — কিন্তু শেষ মুহূর্তে রাফায়েল মেরকিসের হ্যাটট্রিক গোলে হার মানে লাল-সবুজরা।

ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। ১৩তম মিনিটেই বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী কোনাকুনি ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে নেন। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও প্রথমার্ধে বাংলাদেশ মাঠে আধিপত্য বজায় রাখে। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে না পেরে গোল হজম করে দলটি — সমতায় ফেরে হংকং (১-১)।

দ্বিতীয়ার্ধে শুরুতেই বাংলাদেশকে আঘাত দেয় রাফায়েল মেরকিস। ৫০তম মিনিটে তিনি হংকংকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর ৭৫তম মিনিটে আরও এক গোল করে ব্যবধান বাড়ান (৩-১)।

তবুও হাল ছাড়েনি বাংলাদেশ। ৮৪তম মিনিটে শেখ মোরসালিনের গোলে ব্যবধান কমে ৩-২ হয়। ৯০+৯ মিনিটে শমিত শোমের দুর্দান্ত হেডে ৩-৩ সমতা ফেরে ম্যাচে। দর্শকদের মধ্যে তখন জয়ের স্বপ্ন জেগেছিল।

কিন্তু ভাগ্য তখনো হাসেনি বাংলাদেশের পক্ষে। ম্যাচের শেষ মুহূর্তে (৯০+১১ মিনিটে) আবারও গোল করেন সেই মেরকিস— পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক, আর বাংলাদেশ হারায় ৩-৪ ব্যবধানে। রেফারির শেষ বাঁশির পরই হতাশায় ডুবে যায় মাঠ ও গ্যালারি।

এই পরাজয়ে বাছাইপর্বে বাংলাদেশের অবস্থান আরও জটিল হয়ে পড়েছে। অন্যদিকে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে হংকং।

???? এশিয়ান কাপ বাছাইপর্বের হালনাগাদ পয়েন্ট টেবিল

ম্যাচ শেষে হামজা চৌধুরীকে দেখা যায় একা বসে থাকতে, হতাশায় মাথা নিচু করে। তার সেই প্রথম গোলই ছিল দলের লড়াইয়ের প্রেরণা, কিন্তু শেষ পর্যন্ত জয়ের মুখ দেখা হয়নি। বাংলাদেশ এখন পরবর্তী ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই যদি বাছাইপর্বে টিকে থাকতে চায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত