১৪৪ ধারা ভেঙে পরীক্ষার সময় কলেজে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বিএনপির সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটির নেতাকর্মীরা। বুধবার (৬ জুলাই) বিকেলে স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলার সময় বিএনপির একাংশের নেতাকর্মীরা কলেজ মাঠে প্রবেশ করে মাইকিংসহ জনসমাবেশ করেন। এতে বিঘ্ন ঘটে পরীক্ষার পরিবেশে, বিরক্তি প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
জেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন’ এবং ছাত্র-জনতার বর্ষপূর্তি উপলক্ষে এই বিজয় র্যালির আয়োজন করা হয়। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত থাকলেও বিকেল ৪টা ৪৫ মিনিটের পর থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা কলেজ মাঠে জমায়েত হতে থাকেন। এরপর বিকেল ৫টা ৭ মিনিটে সমাবেশ শুরু হয় এবং ৫টা ২০ মিনিটে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে।
পরীক্ষা চলাকালীন সময়ে এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে ভীষণ বিরক্ত হন পরীক্ষার্থীরা। রানিহাটি কলেজের এক শিক্ষার্থী জানান, তিনি পরীক্ষা দিচ্ছিলেন, এমন সময় বাইরে থেকে উচ্চস্বরে মাইকের আওয়াজ শুনে মনোযোগ নষ্ট হয়ে যায়। শাহনেয়ামতুল্লাহ কলেজের এক শিক্ষার্থী জানান, পরীক্ষার সময় রুমের এক শিক্ষক মন্তব্য করেন যে এটা বেআইনি। পরীক্ষার সময় কলেজে এমন রাজনৈতিক জমায়েত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল জানান, পরীক্ষা চলাকালে কলেজে ১৪৪ ধারা জারি থাকে। কিন্তু নির্মাণকাজ চলায় একটি ফটক খোলা থাকায় কেউ বাধাহীনভাবে প্রবেশ করতে পেরেছে। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোকে পাবলিক পরীক্ষার সময় এসব বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।
তবে সব অভিযোগ অস্বীকার করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। তিনি দাবি করেন, পরীক্ষা শেষ হওয়ার পর সমাবেশ শুরু হয় এবং এই সমাবেশের জন্য অনুমতিও নেয়া হয়েছিল।
এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, "পরীক্ষা চলাকালে কলেজে সমাবেশ বেআইনি। কলেজ কর্তৃপক্ষ আমাদের অবহিত করলে ব্যবস্থা নেয়া হতো। তবে এখন পর্যন্ত তারা কিছু জানায়নি।"
- ৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল
- আজ বাংলাদেশ বনাম লাওস: কখন, কোথায় দেখবেন ও কী আছে পরিসংখ্যানে
- পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা
- শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- ১-০ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম লাওস ম্যাচের প্রথমার্ধের খেলা
- নাটকীয় লস টাইমের গোল উৎসব শেষ হলো বাংলাদেশ বনাম লাওসের ম্যাচ
- বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক করলো পুলিশ
- হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
- বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর পরিবারের ৭ জন নিহত
- হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ
- পোস্ট ডিলিটের পাল্টা জবাব ড্রোন দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বিসিবির ২৫০ কোটি টাকার ইস্যু: ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষে যা বললো দুদক
- যে কারনে এনসিপির ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে
- চরম দু:সংবাদ : বিদ্যালয়ের বিজ্ঞানাগারে ভয়াবহ আগুন, আহত ২৫ শিক্ষার্থী
- ফুটবল ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ