| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

চরম দু:সংবাদ : বিদ্যালয়ের বিজ্ঞানাগারে ভয়াবহ আগুন, আহত ২৫ শিক্ষার্থী

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৬ ১৬:৪৯:০৫
চরম দু:সংবাদ : বিদ্যালয়ের বিজ্ঞানাগারে ভয়াবহ আগুন, আহত ২৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে ঘটে গেছে আতঙ্কজনক একটি দুর্ঘটনা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে নামতে গিয়ে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে, বিদ্যালয়টির নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগারে।

আহতদের মধ্যে ছয় শিক্ষার্থীর নাম জানা গেছে— রোহান (১৫), সাকেরা আক্তার (১৩), ফারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪) ও ফারিয়া আক্তার (১৪)। এদের মধ্যে গুরুতর আহত রোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আসন্ন বিজ্ঞান মেলা উপলক্ষে শিক্ষার্থীরা বিজ্ঞানাগারে গবেষণামূলক কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। অনভিজ্ঞ শিক্ষার্থীরা পানি ভেবে ভুল করে দাহ্য পদার্থ ঢেলে দেয়, যা আগুন আরও ছড়িয়ে দিতে পারত। সৌভাগ্যক্রমে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়নি, তবে আতঙ্কে শিক্ষার্থীরা দৌড়ে নিচে নামতে গিয়ে আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, “আহত শিক্ষার্থীদের মধ্যে কেউ অগ্নিদগ্ধ হয়নি। আহত সবাই সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।”

ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, “এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার মধ্য দিয়ে বিদ্যালয়গুলোতে বিজ্ঞানাগার ব্যবস্থাপনার নিরাপত্তা এবং ঝুঁকিপূর্ণ উপাদান ব্যবহারে বাড়তি সতর্কতা নেওয়ার দাবি আবারও জোরালোভাবে উঠেছে।

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—নামের দিক থেকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু ...

Scroll to top

রে
Close button