| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৬ ১৭:৩১:৫৬
পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা

নিজস্ব প্রতিবেদক : আর্থিক অনিশ্চয়তার এই সময়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত আয় নিশ্চিতে অনেকেই সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের প্রতি আগ্রহী হচ্ছেন। বিশেষ করে ডাক বিভাগের ফিক্সড ডিপোজিট (FDR) স্কিম ২০২৫ সালে হয়ে উঠেছে অধিক জনপ্রিয় একটি পন্থা। কারণ, এখানে মূলধন শতভাগ নিরাপদ থাকার পাশাপাশি প্রতি তিন মাসে নিয়মিত মুনাফা তোলার সুযোগ রয়েছে।

কত টাকা মুনাফা পাবেন?বর্তমানে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ১ লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি তিন মাসে মুনাফা মেলে ২,৯২১ টাকা। অর্থাৎ—

বিনিয়োগমুনাফার পরিমাণ (প্রতি ৩ মাসে)বার্ষিক মুনাফা
১,০০,০০০ টাকা ২,৯২১ টাকা ১১,৬৮৪ টাকা

মুনাফা প্রদান করা হয় প্রতি ৩ মাস অন্তর, অর্থাৎ বছরে ৪ বার। স্কিমটির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। উৎসে কর বাদ দিয়ে এই আয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা ডাকঘর থেকে উত্তোলনযোগ্য।

কীভাবে একাউন্ট খুলবেন?ডাক বিভাগের এই সঞ্চয় স্কিমে একাউন্ট খুলতে যা প্রয়োজন:

যেখানে যাবেন:

নিকটস্থ ডাকঘর

অথবা সোনালী, অগ্রণী, রূপালী বা জনতা ব্যাংকের নির্দিষ্ট শাখায়

যা লাগবে:

জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ

২-৩ কপি পাসপোর্ট সাইজের ছবি

একজন নমিনির তথ্য ও ছবি

TIN সার্টিফিকেট (যদি মোট বিনিয়োগ ৭.৫ লাখ টাকার বেশি হয়)

প্রাথমিক বিনিয়োগের টাকা (নগদ/চেক)

বিনিয়োগ সীমা:সর্বনিম্ন: ১ লাখ টাকা

সর্বোচ্চ: ৩০ লাখ টাকা (এক ব্যক্তি)

মেয়াদ: ১ থেকে ৩ বছর পর্যন্ত

কারা উপকৃত হবেন?অর্থনীতি বিশ্লেষকদের মতে, যারা—

প্রতি মাসে নির্দিষ্ট সময় অন্তর নির্ভরযোগ্য আয় চান

ঝুঁকিমুক্ত সঞ্চয় চান

পেনশনের মতো নির্ধারিত মুনাফা পেতে চান

তাদের জন্য এটি একটি চমৎকার বিনিয়োগ পন্থা।

অতিরিক্ত সুবিধা:প্রতি তিন মাসে নিশ্চিত মুনাফা উত্তোলনের সুযোগ

সরকার-নিয়ন্ত্রিত, ১০০% নিরাপদ

সন্তানদের নামে অভিভাবক হিসেবেও একাউন্ট খোলা যায়

আপনি যদি এমন একটি সঞ্চয়মাধ্যম খুঁজছেন, যেখানে ঝুঁকি কম এবং নির্দিষ্ট সময় অন্তর মুনাফা নিশ্চিত, তাহলে ২০২৫ সালের পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট হতে পারে আপনার জন্য উপযুক্ত ও কার্যকরী একটি পরিকল্পনা।

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—নামের দিক থেকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু ...

Scroll to top

রে
Close button