| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

যে কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৬ ১৭:১৯:২৭
যে কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গত এক বছরে নানা প্রতিকূলতা পেরিয়ে গণতন্ত্রের পথে যাত্রা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সরকার প্রয়োজনীয় রাজনৈতিক উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করে দেশকে সংকট থেকে উত্তরণে সহায়ক হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান প্রত্যাশা করছেন—রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।” তিনি আরও জানান, সম্প্রতি লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি।

ফখরুলের ভাষ্য অনুযায়ী, “এই ঐতিহাসিক ঘোষণা দেশের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে।”

তিনি বলেন, “এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও সরকার সব ধরনের প্রস্তুতি নেবে বলেই আমরা আশা করছি। একই সঙ্গে এ নির্বাচনকে সফল করে একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের জন্য বিএনপি সব রাজনৈতিক দল এবং জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “এই দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আহতদের প্রতি সহানুভূতি ও সুস্থতা কামনা করছি। একই সঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন ও চিকিৎসার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে বলছি।”

এর আগে, অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই বিএনপি নিয়মিতভাবে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন বিষয়ে তাদের দিকনির্দেশনা দিয়ে আসছে। এবার আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোকে রাজনৈতিকভাবে একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—নামের দিক থেকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু ...

Scroll to top

রে
Close button