| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

'সাদিক কায়েম পাকিস্তানি' স্লোগানে বিতর্ক, শেষমেশ যা করলো ছাত্রনেতা

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৬ ১৩:০৪:৫১
'সাদিক কায়েম পাকিস্তানি' স্লোগানে বিতর্ক, শেষমেশ যা করলো ছাত্রনেতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজিত একটি ছবি প্রদর্শনীকে ঘিরে ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে টিএসসি চত্বর। এই বিক্ষোভে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুর মুখে শোনা যায় একটি তীব্র স্লোগান— ‘সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি।’

তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান বদলালেন মেঘমল্লার বসু। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই।’ তিনি আরও যোগ করেন, ‘ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’

উল্লেখ্য, ৫ আগস্ট টিএসসি প্রাঙ্গণে ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘জুলাই বিপ্লবের’ বর্ষপূর্তির একটি ছবি প্রদর্শনী। সেখানে জামায়াতে ইসলামীর দণ্ডপ্রাপ্ত নেতা এবং বিএনপির প্রয়াত নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি তুলে ধরা হয়। এই আয়োজন ঘিরেই প্রতিক্রিয়া জানান বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই মেঘমল্লার বিতর্কিত স্লোগানটি দেন।

স্লোগানটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের একাংশ তীব্র সমালোচনা করেন এই বাম ছাত্রনেতার। তারা প্রশ্ন তোলেন, একজন রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবে 'পাকিস্তানি' আখ্যা দেওয়া কতটা গ্রহণযোগ্য? রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তাই বলে ইতিহাসের অপব্যবহার কেন?

এই ঘটনা নতুন করে আলোচনায় তুলে এনেছে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে বিদ্বেষপূর্ণ বক্তৃতার সীমা এবং রাজনৈতিক শালীনতার প্রশ্ন।

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নতুন দায়িত্বে বদলাবে কি বিপিএলের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—নামের দিক থেকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু ...

Scroll to top

রে
Close button