যে কারনে এনসিপির ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দিনে রাষ্ট্রীয় কর্মসূচি বর্জন করে কক্সবাজারে ব্যক্তিগত সফরে গিয়ে বিতর্কে জড়ালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় পাঁচ শীর্ষ নেতা। সফর সম্পর্কে দলের রাজনৈতিক পর্ষদকে না জানানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি হস্তক্ষেপ ও গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ায় এ পাঁচ নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে দলটি।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে বলা হয়, ৫ আগস্টের গুরুত্বপূর্ণ দিনে দলের শীর্ষ নেতারা গোপন সফরে যান, যার কোনো পূর্ব ঘোষণা কিংবা ব্যাখ্যা দলের কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়নি। এতে বলা হয়েছে, "আপনাদের এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাদের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।"
শোকজপ্রাপ্ত নেতারা হলেন—
হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক)
সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক)
নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক)
ডা. তাসনিম জারা (জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব)
খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক)
দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪৩৩ ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান তারা। কক্সবাজার বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় অনেক নেতার মুখ মাস্কে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সফরে সারজিস আলমের স্ত্রী ও খালেদ সাইফুল্লাহর স্ত্রী (তাসনিম জারা) সঙ্গে ছিলেন বলেও জানা গেছে।
এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকে দাবি করেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি হোটেলে গোপন বৈঠক করতেই এনসিপি নেতারা সেখানে গিয়েছিলেন। যদিও এনসিপির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বিএনপি নেতাকর্মীরা কক্সবাজারে ওই হোটেল ঘিরে বিক্ষোভ করে এবং সরাসরি অভিযোগ তোলেন, “ভোটে জিতে ক্ষমতায় যেতে না পারার আশঙ্কায় এনসিপি নেতারা বিদেশিদের সঙ্গে চক্রান্ত করছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে এনসিপির শীর্ষ নেতারা যখন কেন্দ্রীয় কর্মসূচি বর্জন করে ব্যক্তিগত সফরে যান, তখন সেটি সাধারণ সফর না হয়ে রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। বিশেষ করে সফরের সময় গোপনীয়তা, মুখ ঢেকে রাখা, এবং বিদেশি সংশ্লিষ্টতার গুঞ্জন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বেচ্ছাচারী আচরণকে দল মেনে নেবে না। ব্যাখ্যা সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় দায়িত্ব পালনকালে গুম-খুন ও নির্বাচন নিয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে সরব ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
- প্রকাশে এলো জুলাই ঘোষণাপত্রে যা যা আছে
- আজ বাংলাদেশ বনাম লাওস: কখন, কোথায় দেখবেন ও কী আছে পরিসংখ্যানে
- শুধুমাত্র প্রবাসীদের জন্য অনেক বড় সিদ্ধান্ত নিলো সৌদি
- বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর পরিবারের ৭ জন নিহত
- ব্যালট বাক্স এখন মুঠোফোনে: গণতন্ত্রের জন্য একটি ডিজিটাল শপথের সময় এসেছে
- পোস্ট ডিলিটের পাল্টা জবাব ড্রোন দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- আবার রাজপথে বিএনপি! দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা
- হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
- বিসিবির ২৫০ কোটি টাকার ইস্যু: ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষে যা বললো দুদক
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- 'সাদিক কায়েম পাকিস্তানি' স্লোগানে বিতর্ক, শেষমেশ যা করলো ছাত্রনেতা
- এসএসসি পাশ করেই ৬০ হাজার টাকা বৃত্তি! ৬ আগস্টের মধ্যে আবেদন করুন
- হঠাৎ ড: ইউনুসকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি
- দারুন সুখবর: কুয়েতের নতুন ভিসা নীতিতে খুলে গেল বাংলাদেশিদের কপাল
- বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি