তাসকিন-রিশাদ-মিরাজ সুখবর পেলেও কপাল পুড়লো তানজিম-লিটনদের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আপাতত আন্তর্জাতিক বিরতিতে থাকলেও, মাঠের বাইরেও সুখবর পেলেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পেসার তাসকিন আহমেদ, লেগস্পিনার রিশাদ হোসেন ও অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে, র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন ব্যাটসম্যান লিটন দাস, তাওহিদ হৃদয় এবং পেসার তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের তালিকায় একধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন রিশাদ হোসেন। তার রেটিং পয়েন্ট ৬১১। একই তালিকায় তাসকিন আহমেদও একধাপ এগিয়ে অবস্থান করছেন ২৭ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৫৭২। শীর্ষ ২০-এ বাংলাদেশের আরও দুই বোলার আছেন—মুস্তাফিজুর রহমান (১২ নম্বরে, ৬৪৬ পয়েন্ট) ও শেখ মেহেদি হাসান (১৭ নম্বরে, ৬২৩ পয়েন্ট)।
তবে ইতিবাচক খবরের পাশাপাশি হতাশার দিকও রয়েছে। টি-টোয়েন্টি বোলিং তালিকায় দুই ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন তানজিম হাসান সাকিব। একইভাবে তিন ধাপ করে পিছিয়েছেন হাসান মাহমুদ (৪৩ নম্বর) ও শরিফুল ইসলাম (৪৬ নম্বর)। ব্যাটিং র্যাঙ্কিংয়েও একই চিত্র। তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম ও লিটন দাস প্রত্যেকে দুই ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৪১, ৪৫ ও ৪৮ নম্বরে অবস্থান করছেন। এছাড়া জাকের আলি (৬০তম) ও পারভেজ হোসেন ইমন (৬৮তম) একধাপ করে নেমে গেছেন।
টেস্ট ফরম্যাটেও রয়েছে কিছু অগ্রগতি। মেহেদি হাসান মিরাজ একধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৬১০। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন তাইজুল ইসলাম, যিনি আগের মতোই ১৬ নম্বরে আছেন (৬৭১ পয়েন্ট)। এছাড়া নাঈম হাসান (৪৩তম), তাসকিন (৫৩তম) এবং হাসান মাহমুদুল (৫৪তম) অবস্থান করছেন।
উল্লেখ্য, চলতি মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও অংশ নেবে টাইগাররা। তার আগে র্যাঙ্কিংয়ের এই অগ্রগতি দলের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি জোগাবে বলেই মনে করা হচ্ছে।
- প্রকাশে এলো জুলাই ঘোষণাপত্রে যা যা আছে
- আজ বাংলাদেশ বনাম লাওস: কখন, কোথায় দেখবেন ও কী আছে পরিসংখ্যানে
- পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা
- শুধুমাত্র প্রবাসীদের জন্য অনেক বড় সিদ্ধান্ত নিলো সৌদি
- বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর পরিবারের ৭ জন নিহত
- হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
- ব্যালট বাক্স এখন মুঠোফোনে: গণতন্ত্রের জন্য একটি ডিজিটাল শপথের সময় এসেছে
- পোস্ট ডিলিটের পাল্টা জবাব ড্রোন দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বিসিবির ২৫০ কোটি টাকার ইস্যু: ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষে যা বললো দুদক
- ১-০ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম লাওস ম্যাচের প্রথমার্ধের খেলা
- বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক করলো পুলিশ
- যে কারনে এনসিপির ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- 'সাদিক কায়েম পাকিস্তানি' স্লোগানে বিতর্ক, শেষমেশ যা করলো ছাত্রনেতা
- এসএসসি পাশ করেই ৬০ হাজার টাকা বৃত্তি! ৬ আগস্টের মধ্যে আবেদন করুন