মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন

যেকোনো ইঞ্জিন স্টার্ট দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। মোটরসাইকেল যেহেতু ইঞ্জিনে চলে তার এটিকে স্টার্ট দেওয়া এবং চালানোর জন্য নিয়ম-কানুন রয়েছে। চালকদের বেশ কিছু ভুলে বাইকের ইঞ্জিন দ্রুত নষ্ট হয়।
এখনকার মোটরসাইকেলে কিক স্টার্টারের পাশাপাশি সেলফও রয়েছে। যদিও আধুনিক বাইকগুলোতে কিক স্টার্টার আর খুঁজে পাওয়া যায় না।
এমনকি রয়েল এনফিল্ডও পর্যন্ত নিজেদের নতুন বাইক থেকে কিক ফিচার সরিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বাইক স্টার্ট দেওয়ার ক্ষেত্রে একটাই মাত্র বিকল্প রয়েছে। আর সেটি হল- সেলফ স্টার্ট।
ধীরে ধীরে ব্যবহারকারীরাও সেলফ স্টার্টে অভ্যস্ত হচ্ছেন। আর বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে কিক ফিচার থাকলেও ব্যবহারকারীরা শুধুমাত্র সেলফ ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে বাইক স্টার্ট দেওয়ার সঠিক উপায় বলে দেওয়া যাক।
কিক না কি সেলফ কোনটা বেশি কার্যকর?বাইক স্টার্ট দেওয়ার জন্যই মূলত থাকে কিক এবং সেলফ ফিচার। সুবিধার জন্য সব সময় ব্যবহারকারীরা সেলফ ব্যবহার করেন। কিন্তু কিছু মানুষের বিশ্বাস, কিক-এর মাধ্যমে বাইক চালু করা ভালো উপায়। এদিকে বাইক যখন কিকে স্টার্ট দিতে হয়, তখন ২-৪ বার বাইককে কিক করতে হয়। এতে বাইক ম্যানুয়ালি স্পার্ক বা বিদ্যুৎ পায়।
কিক দিলে কী হয়?বাইককে কিক করে স্টার্ট দিলে এর ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতে শুরু করে। ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতে ঘুরতে পিস্টন এবং পিস্টন হেডের সঙ্গে এর সংঘর্ষ হয়। যা ঘর্ষণের সৃষ্টি করে। এরপর ইঞ্জিনের পেট্রোল এবং বাতাস মিশে ভালভে একটা স্পার্ক উৎপন্ন করে। এই প্রক্রিয়ায় চালু হয় বাইক। কিন্তু যখন ব্যবহারকারী সেলফ-স্টার্ট বাটন প্রেস করেন, তখন সেই বাটন স্টার্টার মোটরে ইলেকট্রিক কারেন্ট পাঠায়। এরপর ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতে থাকে। নিজে থেকেই চালু হয় বাইক।
শীতকালে বাইক স্টার্ট দিতে সমস্যারাতে বাইক বন্ধ করে রেখে দেওয়ার ফলে ইঞ্জিন ঠান্ডা হয়। আর শীতকালে এই প্রক্রিয়া আরও দ্রুত গতিতে হয়। ইঞ্জিনের ফায়ারিং মেকানিজমকেও এটি ঠান্ডা করে। তাই শীতের সময় বাইককে সেলফ স্টার্ট করলে একবারে তা চালু হয় না। এরপর সেটিকে কিক করতে হয়। আসলে কিক করার ফলে স্টার্টার মোটরটি চাপ, ঘর্ষণ, বাতাস এবং জ্বালানির সাহায্যে সঠিক ভাবে স্টার্ট নেয়।
সেলফ ফিচার হবে শক্তিশালীবাইক বন্ধ থাকার ফলে এর ব্যাটারিতে আয়ন এবং স্পার্কও থাকে না। সেই কারণে বাইক স্টার্ট করতে স্পার্কের প্রয়োজন হবে। যা সহজেই কিক ফিচারের মাধ্যমে পাওয়া যায়।
সেলফ সাপোর্ট বিশিষ্ট বাইকযদিও আজকাল প্রস্তুতকারী সংস্থাগুলো বাইক থেকে এই কিক ফিচার বাদ দিচ্ছে। তার পরিবর্তে অবশ্য ইঞ্জিনটাকে এতটাই শক্তিশালী বানাচ্ছে, যাতে তা নিজে থেকেই ভালোভাবে স্টার্ট নেয়।
- ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য যে বড় সুখবর
- গাজীপুরে হাসনাতের গাড়িতে হা ম লা: আটক ১২, উ ত্ত প্ত রাজনীতি
- টানা ৬ বলে ছক্কা হাকিয়ে আইপিএলে নতুন ইতিহাস গড়লেন রিয়ান পরাগ
- বাংলাদেশের ভয়ংকর বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড ‘এ’ দলের লজ্জার হার
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (৫ মে ২০২৫)
- আজ ৫/৫/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আদালতে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি, ফের বিতর্কে হাজী সেলিম
- হায়দ্রাবাদ দলে বিশাল বড় ধাক্কা ,ছিটকে গেলো তারকা ক্রিকেটার
- আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ
- প্রতিপক্ষের জালে আটকে গেল বাংলাদেশের জয়ের স্বপ্ন
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- আজই শেষ দিন: শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক অনুদান আবেদন
- ইতালি যেতে আগ্রহীদের জন্য সুখবর, লিগ্যাল পথে নিচ্ছে আরও শ্রমিক
- বিকাশ গ্রাহকদের জন্য সুখবর
- গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খেলে যেসব মারাত্মক রোগ হতে পারে জেনেনিন