ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

মাঠে নামার আগেই বাংলাদেশকে চরম আপমান করলো ভারতের সাবেক ক্রিকেটার

২০২৪ অক্টোবর ০৯ ১৭:০২:৫৩

মাঠে নামার আগেই বাংলাদেশকে চরম আপমান করলো ভারতের সাবেক ক্রিকেটার

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সহজেই হারানোর পর ভারতের আধিপত্য টি-টোয়েন্টি সিরিজেও বজায় থাকছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ইনিংস ছিল উল্লেখযোগ্য, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছে।

তবে ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিং (আরপি সিং) হার্দিকের এই পারফরম্যান্সকে তেমন গুরুত্ব দেননি। তার মতে, হার্দিক পান্ডিয়া নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এবং তার ইনিংস আরও ভালো হওয়া উচিত ছিল। আরপি সিং মনে করেন, দলের সাফল্য নিশ্চিত করতে হার্দিকের আরও ধারাবাহিক পারফরম্যান্স দরকার।

আরপি সিংয়ের এই মতামত অবশ্য ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত তৈরি করেছে, কারণ হার্দিকের ইনিংস দলকে গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখতে সাহায্য করেছে।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা চলছেই। চেন্নাই থেকে কানপুর হয়ে গোয়ালিয়র—প্রতিটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০ ওভার পর্যন্ত টিকে থাকতে পারেনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর দল ১৯.৫ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিং সহায়ক উইকেটে ১২৮ রানের লক্ষ্য ভারত ৪৯ বল বাকি থাকতে এবং সাত উইকেট হাতে রেখে অনায়াসে পেরিয়ে যায়।

আরপি সিংয়ের মতে, এই ধরনের সহজ জয়কে তেমন বড় অর্জন হিসেবে দেখা উচিত নয়, কারণ বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল না।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে কোনো খেলোয়াড়ের ফর্ম বিবেচনা করা ঠিক না। যেভাবে তারা খেলছে, সেটা সর্বোচ্চ পর্যায়ের মতো নয়।’

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে হার্দিকের ‘নো লুক শট’ ভাইরাল হয়েছে। তাসকিন আহমেদের বলকে বিশেষ ভঙ্গিমায় আলতো করে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে চার মারেন হার্দিক। এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি যে পিছনে ঘুরে তাকানোরও প্রয়োজন মনে করেননি।

১৬ বলে ৩৯ রানের হার্দিকের সেই বিধ্বংসী ইনিংস নিয়ে আরপি সিং বলেন, ‘হার্দিক দারুণ খেলেছে। এমন ইনিংস খেলার সামর্থ্য তার রয়েছে। তবে এমন দলের বিপক্ষে পারফরম্যান্সকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কোনো ভালো দল বা ভালো প্রতিযোগিতায় এমনটা করা যেত।’

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৫ বারের দেখায় বাংলাদেশ জিতেছে কেবল একটি ম্যাচ। বাকি ১৪ ম্যাচের মধ্যে সবগুলোই জিতেছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র জয় আসে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত