| ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পার্থ টেস্টে উড়ছে অস্ট্রেলিয়া ধুঁকছে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ডিসেম্বর ১৬ ১২:৪১:৩০
পার্থ টেস্টে উড়ছে অস্ট্রেলিয়া ধুঁকছে পাকিস্তান

এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তান ৩য় দিনে প্রথন ইংসে ৯৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে। আর আগে অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে ৪৮৭ রান করেছে। পাকিস্তান ২২৯ রানে পিছিয়ে আছে।

দিনের খেলার আর মাত্র ২১ বল বাকি। একই সময়ে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। বাবর আজম স্বাভাবিকভাবে ব্যাট করবেন বলে আশা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আর কোনো ঝুঁকি নিতে চায়নি পাকিস্তান। বাবরের জায়গায় ব্যাট করতে পাঠানো হয় 'নাইট ওয়াচম্যান' খুররম শেহজাদকে।

একটি খাঁচা পাকিস্তান অবশ্য বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি। পার্থ টেস্টে ২ উইকেটে ১৩২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। এখনও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ৩৫৫ রানে পিছিয়ে রয়েছে। 18 বলে 7 রানে অপরাজিত খুররম, পাকিস্তানের হয়ে ইমাম-উল-হক, যিনি ১৩৬ বলে ৩৮ রান করেছিলেন, আগামীকাল দিনের শুরু করবেন।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের ১৬৪ ও মিচেল মার্শের ৯০ রানের সৌজন্যে ৪৮৭ রানের পাহাড় গড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টের প্রথম ইনিংস রাঙিয়েছেন আমির জামাল। পার্থের ২২ গজে গতির ঝড় তুলে ১১১ রানে ৬ উইকেট নিয়েছেন পাকিস্তানি তরুণ পেসার।

জামাল পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ গতিতে বল করলেও ম্যাচে অস্ট্রেলিয়ানদের তুলনায় তা ছিল ধীরগতিরই। অনুমিতভাবেই জোরে বল করা বোলারের তালিকায় সবার ওপরে মিচেল স্টার্কের নাম। প্রথম ইনিংসে এখন অবধি ঘন্টায় ১৪৩ কিলোমিটার গড়ে বল করেছেন স্টার্ক।

অবশ্য এমন গতিতে বল করেও শুরুর দিকে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না স্টার্ক। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ংকর হতে থাকেন তিনি। এর ফলও পেয়েছেন দিনের শেষভাগে। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নামা শান মাসুদকে ফিরিয়েছেন দারুণ এক ডেলিভারিতে।

কব্জির জোরে ঘন্টায় গড়ে ১৩৬ কিলোমিটার বেগে বল করেছেন জস হ্যাজলউড। তালিকায় পরের চারটি নাম অবশ্য পাকিস্তানের- জামাল (১৩৫.৬ কিলো/ঘন্টা), শাহিন শাহ আফ্রিদি (১৩৩.৭ কিলো/ঘন্টা), শেহজাদ (১৩১.৯) ও আশরাফ (১২৮.৮ কিলো/ঘন্টা)।

তবে গতিই যে সবকিছু নয়, সেটি প্রমাণ করেছেন আমির জামাল। পার্থ টেস্টে টস জিতে ৩৪৬ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। সেদিন বল হাতে ২ উইকেট শিকার করা জামাল দ্বিতীয় দিন হয়েছেন আরও বেশি ভয়ংকর। এদিন স্বাগতিকদের বাকি ৫ উইকেটের ৪ উইকেটই নিয়েছে ২৭ বছর বয়সী ডানহাতি পেসার।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত শুরু পেয়েছিল পাকিস্তান। দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক স্বাগতিক বোলারদের সামলাচ্ছিলেন বেশ সাবধানেই। কিন্তু দলীয় ৭৪ রানে জুটি ভেঙে স্বাগতিকদের ব্রেক থ্রু এনে নেন নাথান লায়ন।

শফিকের (৪২) বিদায়ের পরে অধিনায়ক মাসুদকে নিয়ে রানের চাকা সচল রাখেন ইমাম। কিন্তু দিনের শেষ ভাগে স্টার্কের বলে ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ক্যারির মুঠোবন্দী হয়ে ড্রেসিংরুমে ফেরেন ৪৩ বলে ৩০ রান করা মাসুদ।

ক্রিকেট

পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব

পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব

নিজস্ব প্রতিবেদক : বয়স ৩৮ পেরিয়ে গেলেও ক্রিকেটে কায়রন পোলার্ড এখনো নামের পাশে লিজেন্ডারি পারফরম্যান্স ...

ডিউক বল নিয়ে অসন্তোষ প্রকাশ ভারত শিবিরে

ডিউক বল নিয়ে অসন্তোষ প্রকাশ ভারত শিবিরে

নিজস্ব প্রতিবেদক :লর্ডস টেস্টে ডিউক বলের আচরণ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। ম্যাচের ...

ফুটবল

শক্তি বাড়িয়ে আবারও রাজত্বে ফিরছে ব্রাজিল

শক্তি বাড়িয়ে আবারও রাজত্বে ফিরছে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও যেন ফিরে আসছে ফুটবল বিশ্বের সবচেয়ে রঙিন আবেগ—ব্রাজিল। ...

আল-হিলাল-ম্যানইউর রেস, ৫২ মিলিয়ন ইউরোর চুক্তি শেষের আগেই ঝাঁপ

আল-হিলাল-ম্যানইউর রেস, ৫২ মিলিয়ন ইউরোর চুক্তি শেষের আগেই ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক: সৌদি প্রো লিগের জায়ান্ট আল-হিলাল এবার প্রতিযোগিতায় নামছে ইতালিয়ান ফরোয়ার্ড মোইজে কিয়ানকে দলে ...



রে