
MD: Maruf Hosen
Senior Reporter
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না এইসব বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য আসছে নতুন শর্ত! গুরুতর অসুস্থ কিংবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা আগামী বছর থেকে হজে যেতে পারবেন না—এমন নির্দেশনা এসেছে সৌদি আরব থেকে। বিষয়টি নিশ্চিত করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
হাব জানায়, প্রাক-নিবন্ধনের আগেই এবার থেকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সরকারি ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করা হবে। কারণ হিসেবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের অসুস্থতার হার ছিল নজিরবিহীন।
চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন প্রায় ৮৭ হাজার হজযাত্রী, যাদের মধ্যে প্রায় ৬৯ হাজারই বাংলাদেশি! শুধু তাই নয়, আরাফাত, মুজদালিফা ও মিনার মতো গুরুত্বপূর্ণ স্থানে চিকিৎসা দিতে গিয়ে সৌদি হজ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। ৩২৪ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে, মারা গেছেন ৪২ জন, আর চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন।
এই পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—যাদের স্বাস্থ্যঝুঁকি বেশি, তারা যেন হজে অংশ না নেন।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “মিনা-মুজদালিফার মতো জায়গায় অ্যাম্বুলেন্স পৌঁছানো কঠিন। তাই গুরুতর অসুস্থদের আগে থেকেই বাদ দেওয়া এখন জরুরি।”
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক হজপ্রত্যাশীকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা সিভিল সার্জনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। যারা ডায়ালাইসিস, হৃদরোগ বা গুরুতর জটিলতায় ভুগছেন, তাদের আর হজে অংশ নেওয়া সম্ভব হবে না।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ হজ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ ও কার্যকর করবে। একই সঙ্গে এতে অনেক পরিবার অযথা ঝুঁকি নেওয়া থেকেও বিরত থাকবে।
সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফজলুর রহমানকে যে শাস্তি দিলো বিএনপি
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা
- শাহজালাল বিমানবন্দরে বড় ধরা! ১৩০ কোটি টাকার মাল আটক