
Md Maruf Hosen
senior reporter
টি-টোয়েন্টিতে বাবর-শাহীনদের ফেরার শর্ত বললেন হেসন

নিজস্ব প্রতিবেদক :দীর্ঘদিন ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদি। দেশের মাটিতে সর্বশেষ বাংলাদেশ সিরিজে যেমন জায়গা পাননি, আসন্ন বাংলাদেশ সফরের স্কোয়াডেও জায়গা হয়নি তাদের।
তবে কি এই তারকাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ? মোটেও না। তাদের ফেরার পথ এখনো খোলা আছে, তবে সেটি বেশ কিছু শর্তসাপেক্ষ—এমনটাই জানালেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসন।
স্ট্রাইকরেটেই আটকে বাবরের পথ?গুঞ্জন উঠেছিল, বাবর আজমকে দলে ফেরাতে হলে হয়তো তাকে উইকেটকিপিংয়ের মতো নতুন ভূমিকা নিতে হতে পারে। তবে এসব গুজবকে গুরুত্ব না দিয়ে হেসন স্পষ্ট করে দেন, আমরা বাবরকে উইকেটকিপিং অপশন হিসেবে বিবেচনা করছি না। সে এখনো ওপেনিং পজিশনের জন্য প্রতিযোগিতায় আছে। কিন্তু ফখর জামান ও সাইম আয়ুব এখন ভালো করছে।
তিনি যোগ করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইকরেট খুব গুরুত্বপূর্ণ। তবে ধারাবাহিক রান করাও দরকার। আমাদের ব্যাটিং র্যাঙ্কিং পিছিয়ে থাকার পেছনে এই দুটি বিষয়ই দায়ী।
উল্লেখ্য, বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্ট্রাইকরেট ১২৯.৮১, যেখানে বর্তমান ওপেনার সাইম আয়ুব (১৩৮.৪৮) ও ফখর জামান (১৩৩.৪৯) এগিয়ে।
বাবর উন্নতির পথে, শাহীন পরিকল্পনায়যদিও বাংলাদেশ সিরিজের স্কোয়াডে রাখা হয়নি, বাবর ও শাহীন দুজনকেই দলের ট্রেনিং ক্যাম্পে রাখা হয়েছে। হেসন মনে করেন, “বাবরের মধ্যে উন্নতির সম্ভাবনা আছে। গত কয়েক মাসে সে কিছু ভালো পরিবর্তন এনেছে। শুধু স্ট্রাইকরেট বাড়ানো নয়, বরং ম্যাচে ৩০-৪০ রান বাড়ানোর মতো সক্ষমতা বাড়ানো জরুরি।”
শাহীন প্রসঙ্গে হেসন বলেন, শাহীন নিঃসন্দেহে বিশ্বমানের ক্রিকেটার। আমরা কিছু জায়গায় উন্নতির প্রয়োজন দেখেছি, তবে সে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। ক্যাম্পে তার উপস্থিতিই তা প্রমাণ করে।
বাংলাদেশ সফর ও সিরিজ সূচিআসন্ন সফরে বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
- পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব
- জামায়াত আমির স্ট্যাটাসে জানালেন ‘ভাষা হারিয়ে ফেলেছি’
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের দল, দেখেনিন একাদশ
- দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- কমলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১১ জুলাই ২০২৫)
- ইংল্যান্ড বনাম ভারত লর্ডস টেস্ট, জেনেনিন সর্বশেষ স্কোর
- ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আর্চারের বাজিমাত
- বড় সুখবর গ্রামীণফোন গ্রাহকদের জন্য