| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

করোনাভাইরাসে আক্রান্তদের জন্যে দেশের প্রথম ‘ফিল্ড হাসপাতাল’

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ২২ ১২:৪৯:১৮
করোনাভাইরাসে আক্রান্তদের জন্যে দেশের প্রথম ‘ফিল্ড হাসপাতাল’

হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, রোগীদের জন্য ৫০টি সাধারন শয্যা রয়েছে। এছাড়া পাঁচটি ভেন্টিলেটর সুবিধা নিয়ে করোনা রোগীদের সেবায় হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া কয়েকদিনের মধ্যে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিটও প্রস্তুত হয়ে যাবে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি চিকিৎসক টিম গঠন করা হয়েছে। এই টিমের সঙ্গে পাঁচজন নার্স ও তিন জন চিকিৎসা সহকারী কাজ করবেন। এর পাশাপাশি আরো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক সহায়তা করবেন। সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানান তিনি।

রোগীদের চিকিৎসা দেয়ার পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, করোনা মহামারির এই সময়ে সর্দি, কাশি, জ্বরসহ করোনা উপসর্গ থাকা রোগীদের অনেক হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। এই ধরনের রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে নানা ধরনের অবহেলার শিকার হচ্ছে। তাই এই ধরনের রোগীদের সেবা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ও জানান তিনি।

বর্তমান অবকাঠামোতে ৫০ জন রোগীকে ইনডোর সেবা দেয়া হবে। পাশাপাশি আউটডোরে যে কোন রোগী সেবা নিতে পারবে। সেইসাথে ২৪ ঘণ্টা ফিল্ড হাসপাতালের সেবা চালু থাকবে।

ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধনের কোন ব্যবস্থা রাখা হয়নি। সকাল থেকে বেশ কয়েক জন রোগী এসেছে। তারা বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে এসেছিল। যেহেতু এটি করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাই অন্য কোন উপসর্গের কোন রোগী ভর্তি করা হয়নি। তাদের কাউন্সেলিং করে ছেড়ে দেয়া হয়েছে।

ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের অদূরে সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর নামক স্থানে ফিল্ড হাসপাতালটি বানানো হয়েছে।

হাসপাতাল প্রতিষ্ঠায় নিজেদের প্রতিষ্ঠানের জায়গা দিয়ে এগিয়ে এসেছে নাভানা গ্রুপ। এছাড়া বিভিন্ন শিল্প গ্রুপ ও সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে করোনা রোগীদের জন্য এ বিশেষায়িত হাসপাতালটি।

ক্রিকেট

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

চলতি আইপিএল ২০২৫ মরশুমে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর প্লে-অফের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে। এখন ...

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

আন্তর্জাতিক কূটনীতিতে ক্রীড়ার শক্তি নতুন কিছু নয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলকে আমন্ত্রণ জানিয়ে ...

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে