| ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ এপ্রিল ২৯ ২২:২৫:২৬
চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে

দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরার প্রক্রিয়া চলছে এবং এ লক্ষ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

সরকারকে বিএনপির চিঠি

এর আগে বিএনপির পক্ষ থেকে সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। গত সপ্তাহে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা এক চিঠিতে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহী।

চিকিৎসার দীর্ঘ পরিক্রমা

৭৯ বছর বয়সী এই প্রবীণ নেত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ফুসফুসের অসুস্থতা, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। দেশে থাকাকালীন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে একাধিকবার আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

সরকার পরিবর্তনের আগে, ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার পর থেকেই নিয়মিত সময়সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছিল। এরপর গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট তিনি পূর্ণ মুক্তি পান। আগস্টের শেষ দিকে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান।

দুর্নীতি মামলায় কারাবাসের ইতিহাস

খালেদা জিয়া ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন। দীর্ঘ কারাবাসের পর স্বাস্থ্যগত কারণে তার সাজা সাময়িকভাবে স্থগিত করে সরকার। এরপর ২০২৫ সালের শুরুতে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার পথ সুগম হয়।

দেশে ফেরার প্রস্তুতি

বিএনপি সূত্র জানায়, বেগম জিয়ার দেশে ফেরার সম্ভাব্য তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাঁর চিকিৎসক দল এবং দলের শীর্ষ নেতারা লন্ডন থেকে ঢাকায় ফ্লাইটের সময়সূচি নির্ধারণে কাজ করছেন।

বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপের সৃষ্টি হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা থাকবে কি না—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

ক্রিকেট

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

নিজস্ব প্রতিবেদক : অবশেষে স্বস্তির দেখা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: চমৎকার জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আবারও নেপাল। চারজাতি অনূর্ধ্ব-১৭ ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button