| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিশাল সুখবরঃ কবে বের হবে প্রাণঘাতী করোনার ওষুধ, জানালেন বিশেষজ্ঞরা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ০১ ২২:১৮:২৯
বিশাল সুখবরঃ কবে বের হবে প্রাণঘাতী করোনার ওষুধ, জানালেন বিশেষজ্ঞরা

এ বিষয়ে এখন পর্যন্ত বিজ্ঞানী, ভাইরোলজিস্ট ও চিকিৎসকদের একাংশ অন্ধকারেই রয়ে গেছেন। কারণ তাদের কাছেও এই ভাইরাস সম্পর্কে নেই পর্যাপ্ত তথ্য। বিজ্ঞানী ও ভাইরোলজিস্টদের অনেকেই বলছেন, সমস্যা সামলে উঠতে আরো ৯ থেকে ১০ মাস লাগতে পারে। আবার এক থেকে দেড় বছরও সময় লাগতে পারে।

এদিকে বিজ্ঞানীদের মতে, কোনো ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে গেলে সেটি সম্পর্কে বিস্তর গবেষণা প্রয়োজন। আর এজন্য দরকার প্রচুর সময়। এদিকে করোনাভাইরাস এসেছে মাত্র তিন থেকে চার মাস, এরই মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এজন্য বিজ্ঞানীরাও ভাইরাসটি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে না!

করোনাভাইরাস খুব দ্রুত সময়ের মধ্যে নিজেদের আচার ও আচরণ বহুবার বদলে ফেলেছে। ভেবে দেখুন একবার, আক্রান্তদের সবার লক্ষণ কিন্তু এক নয়। কারো জ্বর বা মাথা ব্যথা, কারো ঠাণ্ডা কা কাশি এমনকি হার্ট অ্যাটাকও হয়েছে অনেকের করোনার লক্ষণ হিসেবে। এতে করে বিজ্ঞানীদের এই ভাইরাস সম্পর্কে বুঝে ওঠার কাজটা আরো কঠিন হয়ে গিয়েছে।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের প্রকৃতি রোগী কোন দেশে কী সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় রয়েছেন, সেই দেশের জনসংখ্যার ঘনত্ব, গড় তাপমাত্রা কেমন, সেই দেশের জলবায়ু, তার উপর নির্ভর করেও বদলে যেতে পারে বিভিন্ন রোগীর দেহে থাকা করোনাভাইরাসের ইনকিউবেশনের মেয়াদ। কারো ক্ষেত্রে সেই মেয়াদ ২ থেকে ৪ দিন হতে পারে। আবার কারো ক্ষেত্রে হতে পারে ৭ বা ১৫ দিন। আবার কারো ক্ষেত্রে তা এক মাসও হতে পারে।

এদিকে ভারতীয় বিশিষ্ট চিকিৎসক সুশ্রুত বন্দ্যোপাধ্যায়ের মতে, করোনা সঙ্কট বিশ্ব কবে নাগাদ বেরিয়ে আসবে তা আন্দাজ করে বলা কঠিন! এর টিকা, নতুন ওষুধ বা চালু আন্টিভাইরাল ওষুধগুলো নিয়েও এখন নানা পরীক্ষা চলছে। তবে এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক বের হয়নি যেটা আক্রান্তকে পুরোপরি সারিয়ে তুলতে পারবে।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে