| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

করোনা মোকাবেলায় যেভাবে সফল শ্রীলংকা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মার্চ ৩১ ১০:০০:১৩
করোনা মোকাবেলায়  যেভাবে সফল শ্রীলংকা

শ্রীলংকার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বজুড়ে সমাদৃত। এ ব্যবস্থায় তারা হাজারো যোগ্যতাসম্পন্ন স্বাস্থ্য সুরক্ষা কর্মী গড়ে তুলতে পারে। এমনকি দেশটির প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থাও বেশ কড়া নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়। এ শক্তিশালী ব্যবস্থার মধ্য দিয়ে তারা জনগণের সুস্বাস্থ্যের বিষয়টিও নিশ্চিত করেছে, যা করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী করোনা যখন হুমকি হয়ে সামনে আসতে শুরু করে, তখনই শ্রীলংকা সরকার তাত্ক্ষণিকভাবে সতর্ক ব্যবস্থা নেয়া শুরু করে। সরকার বিমানবন্দর ও সীমান্তগুলোতেও নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ পর্যটকদেরও হুমকিস্বরূপ বিবেচনায় নিতে থাকে।

এসবের মধ্যে ২৭ জানুয়ারি চীনের হুবেই প্রদেশ থেকে আসা ৪৩ বছর বয়সী এক নারীর শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় শ্রীলংকায়। দ্রুততম সময়ের মধ্য এ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পুরোপুরি আলাদা করে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হয়।

এরপর ১০ মার্চ ৫২ বছর বয়সী এক শ্রীলংকান নাগরিকের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর আসে। স্থানীয়ভাবে এটি ছিল দ্বীপরাষ্ট্রটির প্রথম সংস্করণ। তার সঙ্গে যাদের যোগাযোগ ছিল, দ্রুত তাদেরও কোয়ারেন্টিনের ব্যবস্থা নেয়া হয়। সেই সঙ্গে দেশটির সরকার নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়।

১৬ মার্চ দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করে তা ধাপে ধাপে বাড়ানো হতে থাকে। ২৪টি হাসপাতাল করোনা চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করা হয়। গবেষণায় দেখা গেছে, করোনার বিরুদ্ধে তাত্ক্ষণিক জোরালো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে শ্রীলংকার ভূমিকা ছিল অগ্রগণ্য, যার ফল শ্রীলংকায় গতকাল বিকাল পর্যন্ত ১২২ জন রোগী শনাক্ত হলেও মারা গেছে মাত্র একজন। ডেইলি এফটি

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে