| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

তিন কারণে ইতালি এখন মৃত্যুপুরী

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মার্চ ২৯ ১০:১৩:১৯
তিন কারণে ইতালি এখন মৃত্যুপুরী

দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরো ৮৮৯ জন মানুষ মারা গেছেন। ইতালির স্বাস্থ্য বিভাগের দেয়া হিসেব অনুযায়ী, মাত্র ৩৬ দিনে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

নানা উদ্যোগের পরও করোনাভাইরাসে মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারছে না ইতালি। প্রতিদিন যে হারে শত শত মানুষ মরছে, তা শিউরে ওঠার মতোই। কম সময়ে ইতালিতে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার প্রধান তিনটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

প্রথমত, ইতালির উত্তর অংশের বেশিরভাগ এলাকায় মার্চের শুরুতেই লকডাউন জারি করা হয়েছিল। অবস্থা অবনতি হতে থাকলে ৯ মার্চ রাতের দিকে পুরো ইতালিকেই সেই নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা করেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। কিন্তু দেশটির মানুষ তা মানেননি। লকডাউন না মানলে জেল-জরিমানার ঘোষণাও দেয়া হয়। জরিমানার পরিমাণ বাড়তে বাড়তে এখন প্রায় ৩ লাখ টাকায় ঠেকেছে। তারপরও মানুষকে ঘরে রাখা যায়নি। এ কারণেই করোনায় আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়েছে।

ইতালিতে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের বেশিরভাগই বৃদ্ধ। অনেকেই হয়তো জানেন, জাপানের পরেই সবচেয়ে বেশি বৃদ্ধ মানুষের বসবাস ইতালিতে। দেশটিতে মানুষের গড় বয়স ৭৮ বছর। আর করোনা বয়স্ক মানুষদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এটিকেই প্রধান কারণ মনে করছেন অনেকেই। বিশ্লেষকদের মতে, এই কারণে করোনায় আক্রান্তদের বাঁচানোর প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো অনেক বেশি। কারণে দেশটিতে প্রতিদিন মাত্র পাঁচ হাজার মানুষকে টেস্ট করা হচ্ছে। যারা করোনা পরীক্ষাে করছে তাদের অবস্থা আরো ভয়াবহ। একটা সময় স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। ছিল না প্রয়োজনীয় লোকবল। সে কারণে তারা বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করতেও পারেনি। তাতে আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু। বেড়েছে মৃতের সংখ্যাও। তবে আশার বিষয় হচ্ছে দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে আসছে। হয়তো চলতি সপ্তাহের শেষ দিকে মৃতের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে আসবে।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে