| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লকডাউনে যেভাবে সময় কাটে মোদির

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মার্চ ২৯ ০৯:৫২:৪৯
লকডাউনে যেভাবে সময় কাটে মোদির

এখনও পর্যন্ত সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ জনে। অন্যদিকে, মৃতের সংখ্যাও ২০ থেকে বেড়ে হয়েছে ২১ জনে। এদিকে শুধু লেবুর জল আর ফল খেয়ে ঘরে বসে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যই গৃহবন্দি থেকে যে যার মতো করোনা মোকাবিলায় হাত লাগিয়েছেন। তার মধ্যে একঘেয়েমি কাটাতে কিছু বিনোদন-ব্যবস্থাও করে নিয়েছেন কেউ কেউ। স্মৃতি ইরানি যেমন টুইটারে অন্তাক্ষরী খেলে নিলেন একহাত।

বিরোধী নেতাদের উপর চাপ কম। যে যার মতো সময় কাটাচ্ছেন। শশী তারুর গতকালই পোস্ট করেছেন মা এবং বোনের সঙ্গে ঘরোয়া আড্ডার একটি ছবি। লিখেছেন, লকডাউনের সময়ে সব চেয়ে ভাল সাহচর্য পাচ্ছি— মা এবং বোনের।

প্রসঙ্গত, লকডাউনের পরে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, একা তারুর দাঁড়িয়ে। নীচে লেখা, তারুর পারলে আপনিও শারীরিক দূরত্ব বজায় রাখতে পারবেন।

রমনীকূলে জনপ্রিয় এই লেখক-রাজনীতিক তারই জবাব দিতে এই টুইটটি করলেন কি-না এই রসিকতা করছেন তারই কিছু সতীর্থ।আইন ও রাজনীতির বাইরে কপিল সিব্বলের তৃতীয় নেশা কবিতা। বেশ কিছু বই রয়েছে তার। নির্জনতার সুযোগে তিনি নতুন কবিতার বইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাচ্ছে কংগ্রেস সূত্র।

একই ভাবে নতুন বইয়ের কাজ শুরু করেছেন কংগ্রেসেরই আর এক নেতা জয়রাম রমেশ। ১৮৭৯ সালে প্রকাশিত এডুইন আর্নল্ডের ‘দ্য লাইট অব এশিয়া’ বইটির ভারতে প্রভাব সংক্রান্ত একটি বিশদ কাজ করছেন তিনি।

খাঁ খাঁ করছে সিপিএমের সদর দফতর একেজি ভবন। বাড়িতে আই প্যাডে যাবতীয় কাজ সারছেন সীতারাম ইয়েচুরি।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও ১০ রাজাজী মার্গের প্রশস্ত বাংলোতে ঘরবন্দি। কিছুদিন আগেই অসুস্থ ছিলেন তাই চিকিত্সকরা অতিরিক্ত সতর্কতা নিচ্ছেন তার ব্যাপারে। সারাদিন ঘরে বসেই বই পড়ছেন আর লিখছেন ডায়েরি। মাঝে উঠে সংলগ্ন বারান্দায় পায়চারি করছেন প্রণব।

সরকার পক্ষের কাছে অবশ্য এ সব বিলাসিতা! মন্ত্রীরা ঘরে আছেন কিন্তু খাওয়ার সময় নেই এই যুদ্ধকালীন সময়ে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পর পর দু’দিন নিজের বাসভবনেই বৈঠক করেছেন সেনাপ্রধান এবং অন্যান্য অফিসারদের সঙ্গে। পরিস্থিতির দিকে নজর রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্তার কথায়, প্রতিরক্ষামন্ত্রী তার সব কাজই এখন বাড়ি থেকে করবেন। ফোনে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। মন্ত্রণালয়কেও ন্যূনতম কর্মীকে আসতে বলা হয়েছে। এই ব্যবস্থা অবশ্য সব মন্ত্রণালয়কেই। তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়়েকর প্রায় ৩০০ অফিসারের সঙ্গে অডিও ব্রিজ-এর মাধ্যমে বৈঠক করেছেন গতকাল।

অফিসারদের মনোবল চাঙ্গা করা, চব্বিশ ঘণ্টা সতর্ক থাকা, মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। পঞ্চান্নর বেশি বয়স্ক কর্মীদের অফিসে আসতে বারণ করে দেওয়া হয়েছে সব মন্ত্রণালয়কেই।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে