| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

যে ভাবে কাটছে ওবামা পরিবারের কোয়ারেন্টাইন

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মার্চ ২৯ ০৯:৪৫:৪১
যে ভাবে কাটছে ওবামা পরিবারের কোয়ারেন্টাইন

মার্কিন কৌতুকশিল্পী, অভিনেত্রী ও টিভি সঞ্চালক এলেন ডিজেনার্সকে টেলিভিশন ফোন কলে সাবেক এই ফার্স্ট লেডি জানান, তাদের কলেজ পড়ুয়া দুই মেয়ে সাশা ও মালিয়ার সাথে মিলে তারা তাদের প্রতিদিনের রুটিন তৈরি করেন। ওবামা ও তিনি কনফারেন্স কলে কিছুটা সময় পার করলেও দুজন একসাথে নেটফ্লিক্স দেখছেন এবং আনন্দ করছেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের দিনগুলোকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। সবাই এখন একসাথে আছি। কলেজের ক্লাস অনলাইনে শুরু হওয়ায় মেয়েরা বাড়ি চলে এসেছে। তারা নিজেদের ঘরে বসে ক্লাস করছে।’

ওবামা ডিজেনার্সকে বলেন, হয়তো করোনাভাইরাসের সংকট থেকে ভালো কিছুও পাওয়া যাবে। অন্তত ব্যক্তিগত ক্ষেত্রে।

মিশেল জানান, ‘ভালো দিক হলো, এই অবস্থা আমাদের আবার একসাথে এনে বসিয়েছে, আমরা সামনাসামনি কথা বলছি, টিভি এবং কম্পিউটার ছাড়া কীভাবে নিজেদের ব্যস্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করছি। তিনি যোগ করেন, ‘এই পরিস্থিতি আমাদের আবার মনে করিয়ে দিয়েছে যে আমাদের যা আছে তার অনেক কিছু ছাড়াই আমরা দিব্যি চলতে পারি।’

মিশেল ওবামা করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আমেরিকানদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে