ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাজিল বনাম প্যারাগুয়ে : আজকের খেলাটি লাইভ দেখবেন যেভাবে

২০২৫ নভেম্বর ১৪ ১৯:৩৪:৫৫

ব্রাজিল বনাম প্যারাগুয়ে : আজকের খেলাটি লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ আবারো জমে উঠবে দারুণ উত্তেজনা। রাউন্ড অফ ৩২-এর অতি গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বী—ব্রাজিল U-১৭ এবং প্যারাগুয়ে U-১৭। এই ম্যাচে জয়ী দল সরাসরি উঠবে রাউন্ড অফ ১৬-এ, আর পরাজিত দলের জন্যই শেষ হয়ে যাবে টুর্নামেন্টের পথচলা। তাই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ।

প্যারাগুয়ে তাদের চমৎকার পারফরম্যান্স দিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে এবং ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে ব্রাজিল সবসময়ই অনূর্ধ্ব-১৭ স্তরে অন্যতম ফেভারিট। তাদের তারকাখচিত দলে রয়েছে দুর্দান্ত স্কিল, গতি আর গোল করার সামর্থ্য। তাই আজকের ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য হয়ে উঠবে রোমাঞ্চকর।

ম্যাচটি লাইভ দেখার জন্য কোনো অতিরিক্ত অ্যাপ বা কেবল সংযোগের প্রয়োজন নেই। খেলাটি সরাসরি দেখার সবচেয়ে সহজ ও বিশ্বস্ত উপায় হচ্ছে ফিফার নিজস্ব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম—FIFA+ (ফিফা প্লাস)। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই দর্শকরা পুরো ম্যাচটি বিনামূল্যে HD মানের লাইভ দেখতে পারবেন।

আজকের নকআউট ম্যাচটি শুরু হবে রাত ৯:৪৫ মিনিটে (9:45 PM)। ঠিক এই সময় থেকে ফিফা প্লাসে লগইন করলেই দেখা যাবে ব্রাজিল ও প্যারাগুয়ের উত্তেজনাপূর্ণ লড়াই।

ম্যাচের তথ্য এক নজরে:

ম্যাচ: ব্রাজিল U-17 বনাম প্যারাগুয়ে U-১৭

টুর্নামেন্ট: FIFA U-17 World Cup

পর্ব: রাউন্ড অফ ৩২

সময়: আজ, রাত ৯:৪৫ মিনিট (9:45 PM)

লাইভ দেখার প্ল্যাটফর্ম: FIFA+ (ফিফা প্লাস) ওয়েবসাইট

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত