ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ফুটবল ইতিহাসে রেকর্ড গড়লো রোনালদো ও তার ছেলে

২০২৫ নভেম্বর ০২ ০৮:৩০:৫৭

ফুটবল ইতিহাসে রেকর্ড গড়লো রোনালদো ও তার ছেলে

ফুটবল দুনিয়া এমন মুহূর্ত খুব একটা দেখে না—যেখানে বাবা ও ছেলে একই দিনে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে গোল করে ইতিহাস গড়ে। শনিবার সেই অবিশ্বাস্য ঘটনাটিই ঘটিয়েছে রোনালদো পরিবার। একদিনে দুই প্রজন্মের এমন পারফরম্যান্স যেন রূপকথার গল্পের মতো!

শনিবার তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপে ওয়েলসের বিপক্ষে পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন রোনালদো জুনিয়র। তার গোলেই ম্যাচে এগিয়ে যায় পর্তুগাল, পরে দল জেতে ৩–০ ব্যবধানে। এটি ছিল জুনিয়রের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আর দিনটি যেন আরও বিশেষ করে তুললেন তার বাবা, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। কয়েক ঘণ্টা পর রাতেই সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাস্‌রের হয়ে জোড়া গোল করেন তিনি। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও ৩৭তম মিনিটে দারুণ শটে সমতা ফেরান রোনালদো, আর অতিরিক্ত সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে দলকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট।

এই দুই গোলের মাধ্যমে তার ক্যারিয়ারের গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৫২—যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তাকে। এ মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর গোল সংখ্যা বেড়ে হয়েছে ৮টি, আর তার ক্লাব আল নাস্‌র সাত ম্যাচে টানা জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে।

একই দিনে বাবা ও ছেলের এমন উজ্জ্বলতা যেন প্রমাণ করে দিল—‘রোনালদো’ নামটি শুধু একটি প্রজন্মের নয়, বরং এটি এখন এক ফুটবল ঐতিহ্যের প্রতীক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত