ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আবারও গোল : ৭০ মিনিট শেষে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৫ অক্টোবর ১৭ ২৩:৩১:২০

আবারও গোল : ৭০ মিনিট শেষে খেলাটি দেখুন এখানে (LIVE)

জর্ডানের আকাবায় অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দারুণ চাপের মুখে পড়েছে বাংলাদেশ দল। ৭০ মিনিটের খেলা শেষে চাইনিজ তাইপের বিপক্ষে এখন ৩–০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল খেয়ে কার্যত কঠিন সমীকরণে পড়েছে লাল-সবুজরা।

ম্যাচের বর্তমান চিত্র

৭০ মিনিট শেষে স্কোরলাইন: বাংলাদেশ ০ — ৩ চাইনিজ তাইপে

প্রথমার্ধে দুইবার রক্ষণভাগের ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার পরও ডিফেন্স লাইন সামলে উঠতে পারেনি তারা। ৫৮তম মিনিটে চাইনিজ তাইপে তাদের তৃতীয় গোলটি করে ম্যাচে প্রায় নিশ্চিতভাবে জয় ধরে ফেলেছে।

কোচ টিটুর চ্যালেঞ্জ

বাংলাদেশ দলের কোচ সাইফুল বারি টিটু ম্যাচের আগে বলেছিলেন, “এই ম্যাচটাই মূল পর্বে যাওয়ার টিকেট নির্ধারণ করবে।” কিন্তু আজ মাঠের বাস্তবতা অন্য কথা বলছে।রক্ষণে অনভিজ্ঞতা এবং বল কন্ট্রোলে ঘাটতি ম্যাচে দলের গতি ধরে রাখতে বাধা দিয়েছে। এখন শেষ ২০ মিনিটে বাংলাদেশের লক্ষ্য অন্তত একটি সান্ত্বনাসূচক গোল করা।

খেলাটি সরাসরি দেখতে এখানেক্লিককরুন

ম্যাচের দ্রুত আপডেট

বিবরণতথ্য
সময় ও স্থান রাত ১০টা (বাংলাদেশ সময়), আকাবা, জর্ডান
বর্তমান স্কোর বাংলাদেশ ০ — ৩ চাইনিজ তাইপে (৭০ মিনিট পর্যন্ত)
গোল ৪ মিনিট — পেনাল্টি (চাইনিজ তাইপে) ৩৩ মিনিট — ফ্রি-কিক (চাইনিজ তাইপে) ৫৮ মিনিট — ওপেন প্লে (চাইনিজ তাইপে)
বাংলাদেশের অবস্থা মূল পর্বে যেতে হলে অন্তত ৪ গোল করতে হবে

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত