ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শেষ হলো বাংলাদেশ বনাম চাইনিজ তাইপে ম্যাচের প্রথমার্ধের খেলা,জেনেনিন ফলাফল

২০২৫ অক্টোবর ১৭ ২২:৫৬:৪৫

শেষ হলো বাংলাদেশ বনাম চাইনিজ তাইপে ম্যাচের প্রথমার্ধের খেলা,জেনেনিন ফলাফল

জর্ডানের আকাবায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে পিছিয়ে আছে বাংলাদেশ। খেলার ৩৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হজম করে কঠিন সমীকরণে পড়ে গেছে লাল-সবুজরা।

বর্তমান স্কোর: বাংলাদেশ ০ – ২ চাইনিজ তাইপে

কীভাবে হলো দুই গোলখেলা শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে এগিয়ে যায় চাইনিজ তাইপে। রক্ষণভাগের দুর্বলতার সুযোগে তারা ৩৩তম মিনিটে ফ্রি-কিক থেকে আরেকটি চমৎকার গোল করে ব্যবধান দ্বিগুণ করে ফেলে।

বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্স লাইন কিছুটা অনভিজ্ঞতার পরিচয় দেওয়ায় বারবার বিপদে পড়ছে দল। এর ফলে প্রথমার্ধেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে নিয়েছে প্রতিপক্ষ।

কোচ টিটুর সামনে এখন বড় চ্যালেঞ্জদলের কোচ সাইফুল বারি টিটু আগেই বলেছিলেন, “জয় ছাড়া বিকল্প নেই।” কিন্তু এখন ম্যাচে ফিরতে হলে অন্তত তিন গোল করতে হবে টাইগ্রেসদের।বিরতির সময় তিনি নতুন কৌশল সাজাচ্ছেন—বিশেষ করে মিডফিল্ড ও আক্রমণভাগে গতি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বলে জানা গেছে।

প্রথমার্ধের দ্রুত হাইলাইটস

বিবরণতথ্য
সময় ও স্থান রাত ১০টা (বাংলাদেশ সময়), আকাবা, জর্ডান
বর্তমান স্কোর বাংলাদেশ ০ — ২ চাইনিজ তাইপে (প্রথমার্ধ শেষ)
গোল ৪ মিনিট — পেনাল্টি (চাইনিজ তাইপে)৩৩ মিনিট — ফ্রি-কিক (চাইনিজ তাইপে)
বাংলাদেশের অবস্থা মূল পর্বে যেতে হলে এখন অন্তত ৩ গোল করতে হবে

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত