ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ফিফা র‍্যাঙ্কিংয়ে সবাইকে তাক লাগালো বাংলাদেশ ও আর্জেন্টিনা, জেনেনিন ব্রাজিলের অবস্থান

২০২৫ অক্টোবর ১৭ ২২:৪৯:৪৯

ফিফা র‍্যাঙ্কিংয়ে সবাইকে তাক লাগালো বাংলাদেশ ও আর্জেন্টিনা, জেনেনিন ব্রাজিলের অবস্থান

আন্তর্জাতিক ফুটবলের সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুধু বাংলাদেশ নয়, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনারও, তবে ব্রাজিলের অবনতি ঘটেছে এক ধাপ।

বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে সামান্য উন্নতি, পয়েন্টে ঘাটতির‍্যাঙ্কিং হালনাগাদের আগে এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪–৩ গোলে হার, আর দ্বিতীয় ম্যাচে চায়নার বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা।

তবে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেও বাংলাদেশের মোট পয়েন্ট কমেছে।

আগে ছিল ৮৯৯.২৪, বর্তমানে তা ৮৯৪.৪, অর্থাৎ ৫.১৮ পয়েন্ট কমেছে।

মূলত, ব্রুনেই দারুসসালাম ১৯ পয়েন্ট হারিয়ে ১৮৫ নম্বরে নেমে যাওয়ায় বাংলাদেশের উন্নতির সুযোগ তৈরি হয়েছে।

এশিয়ায় অবস্থান ও প্রতিদ্বন্দ্বীদের অবস্থাবাংলাদেশের আগে থাকা হংকং দলও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে। তারা ১৪৬ থেকে ১৪৮ নম্বরে নেমে গেছে, যদিও তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫২.৫৪।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্পেন শীর্ষে, এগিয়েছে আর্জেন্টিনাফিফার সর্বশেষ তালিকায় স্পেন আগের মতোই ১ নম্বরে অবস্থান করছে।আর্জেন্টিনা ৩ নম্বর থেকে উঠে এসেছে ২ নম্বরে, আর ফ্রান্স নেমে গেছে ৩ নম্বরে।

অন্যদিকে, শীর্ষ দশে সামান্য পরিবর্তন দেখা গেছে—

ইংল্যান্ড (৪) ও পর্তুগাল (৫) তাদের আগের অবস্থান বজায় রেখেছে।

নেদারল্যান্ডস এক ধাপ উঠে ৬ নম্বরে,

আর ব্রাজিল ২.৭৫ পয়েন্ট হারিয়ে ৬ থেকে ৭ নম্বরে নেমে গেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দল (অক্টোবর ২০২৫ অনুযায়ী)

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দল (অক্টোবর ২০২৫)
র‍্যাঙ্কদেশপরিবর্তনমোট পয়েন্ট
স্পেন ১৮৭৫.৩২
আর্জেন্টিনা +১ ১৮৬২.৭০
ফ্রান্স -১ ১৮৫৯.৫০
ইংল্যান্ড ১৮৩৫.৮৮
পর্তুগাল ১৮২৪.৬৭
নেদারল্যান্ডস +১ ১৮১২.৪০
ব্রাজিল -১ ১৮০৯.৬৫

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত