ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

জামাল বললেন, চার গোলের মধ্যে তিনটি আমরা হংকং-চায়নাকে উপহার দিয়েছি

২০২৫ অক্টোবর ১৫ ১৭:০৯:০৭

জামাল বললেন, চার গোলের মধ্যে তিনটি আমরা হংকং-চায়নাকে উপহার দিয়েছি

এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ ফুটবল দলের যাত্রা এবার থেমে গেল। হংকং-চায়নার সঙ্গে ১-১ ড্র এবং ভারতের সিঙ্গাপুরের হারের পর এশিয়ান কাপের মূলপর্বে সরাসরি খেলার আশা শেষ।

বাছাইপর্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে দক্ষ ফুটবল উপস্থাপন করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিনিশিংয়ে ঘাটতি এবং ভঙ্গুর রক্ষণ তাদের পেছনে টেনে দেয়। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকা অবস্থায় ৪-৩ গোলে হারের ফলে মূলপর্বের পথ সংকুচিত হয়।

অধিনায়ক জামালের ব্যাখ্যাঢাকায় ফিরে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সাংবাদিকদের জানান,

“প্রথম ম্যাচে চার গোলের মধ্যে আমরা তিনটি হংকং-চায়নাকে উপহার দিয়েছি। আমি সরাসরি দলের সবাইকে বলেছি।”

তিনি আরও বলেন,

“প্রথমার্ধে আমাদের খেলা ভালো ছিল না। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়রা কিছুটা সমাধান এনেছেন। আমরা সুযোগ পেয়েও দ্বিতীয় গোল করতে পারিনি, তবে যারা নামেছিল তারা যথাযথ চেষ্টা করেছে।”

জামাল ফাহমিদুলসহ নতুন খেলোয়াড়দের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।

সামনে ভারতের বিপক্ষেবাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। জামাল বলেন,

“এই ম্যাচটি ঐতিহাসিক। আমাদের লক্ষ্য হবে শক্তিশালী প্রতিরোধ তৈরি করা। দুইটি লিগ ম্যাচ শেষ হওয়ার পর আমরা ভারতের বিপক্ষে পরিকল্পনা করব।”

বাংলাদেশি ফুটবল ভক্তরা এই ম্যাচকে ঘিরে তীব্র আগ্রহ দেখাচ্ছেন, যেখানে দলের পারফরম্যান্স এবং সতর্ক রক্ষণ জোরদার করা হবে মূল চ্যালেঞ্জ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত