ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বকাপে খেলতে পারে র‌্যাংকিংয়ের সবচেয়ে দুর্বল দলটি, ফিফার অদ্ভুত নিয়ম চালু

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৫ ১৪:৪৫:৫৯

বিশ্বকাপে খেলতে পারে র‌্যাংকিংয়ের সবচেয়ে দুর্বল দলটি, ফিফার অদ্ভুত নিয়ম চালু

বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য—ফিফা র‌্যাংকিংয়ের ২১০ নম্বর দল সান মারিনোও এখনও বিশ্বকাপ খেলার দৌড়ে! ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে একটিও জয় না পেলেও, ফিফার নতুন নিয়মে এখনো বেঁচে আছে তাদের অলৌকিক স্বপ্ন।

???????? সাত ম্যাচে সাত হার, তবুও বিশ্বকাপের আশাগ্রুপ ‘এইচ’-এর সবগুলো ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে সান মারিনো। তবুও তাদের সামনে এখনো খুলে আছে প্লে-অফের দরজা—আর সবটাই সম্ভব হয়েছে নেশন্স লিগে অনন্য পারফরম্যান্সের কারণে।

২০২৪-২৫ মৌসুমে নেশন্স লিগের গ্রুপ ডি১-এ চ্যাম্পিয়ন হয়েছিল ছোট্ট এই দেশটি। আর সেই অর্জনই এখন তাদের এনে দিয়েছে ফিফা বিশ্বকাপের প্লে-অফে ওঠার “শেষ টিকিটের” সুযোগ।

ফিফার নতুন নিয়মে বড় সুবিধা২০২৬ বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে মোট ১৬ দল। এর মধ্যে ১২টি দল সরাসরি যাবে বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। বাকি চারটি দল যাবে প্লে-অফের মাধ্যমে—যেখানে সুযোগ পাবে নেশন্স লিগের গ্রুপ চ্যাম্পিয়নরা, যারা বাছাইপর্বে শীর্ষ দুইয়ে থাকতে পারেনি।

এখন পর্যন্ত এই তালিকায় কেবল সান মারিনো ও মলদোভা এমন দুটি দল, যারা বাছাইপর্বে পিছিয়ে থাকলেও নেশন্স লিগের অর্জনে বেঁচে আছে প্লে-অফের আশায়।

‘গাণিতিক’ আশাসান মারিনোকে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এখন তাদের ভাগ্য নির্ভর করছে ওয়েলস, রোমানিয়া, সুইডেন ও নর্দার্ন আয়ারল্যান্ডের পারফরম্যান্সের ওপর।এই দেশগুলোর মধ্যে অন্তত দুইটি যদি নিজেদের বাছাইপর্বের গ্রুপে শীর্ষ দুইয়ে উঠে যায়, আর তারা যদি নেশন্স লিগ চ্যাম্পিয়ন না হয়—তাহলেই খুলে যাবে সান মারিনোর প্লে-অফের দরজা!

অর্থাৎ, অন্যদের জয়ে সান মারিনোর স্বপ্ন বাঁচবে—এ যেন ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত সমীকরণ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত