ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

“বিশ্ব রেকর্ড গড়লেন লিওনেল মেসি! আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসে আর কারও নেই এই রেকর্ড”

মুস্তাকিম
মুস্তাকিম

জুনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৫ ১৪:২১:০৯

“বিশ্ব রেকর্ড গড়লেন লিওনেল মেসি! আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসে আর কারও নেই এই রেকর্ড”

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি আবারও লিখলেন নতুন ইতিহাস। বুধবার মায়ামিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা যখন ৬-০ ব্যবধানে জয়ে মেতে, তখন ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন মেসি—আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়ে।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেই দুটি গোলের সহায়তা করেন মেসি।প্রথমটি আসে গঞ্জালো মন্টিয়েলের পায়ের মাধ্যমে, দ্বিতীয়টি লাউতারো মার্টিনেজের নিখুঁত ফিনিশে।এই দুই অ্যাসিস্ট যোগ হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৬০টি অ্যাসিস্ট, যা এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।

এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের নেইমার জুনিয়র ও যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভানকে—যাদের অ্যাসিস্ট সংখ্যা ৫৮। আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিদের তালিকায় এরপর আছেন হাঙ্গেরির শানদর কোকসিস (৫১) ও ফেরেঙ্ক পুসকাস (৫০)।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির মোট অ্যাসিস্ট এখন ৩৯৮। অর্থাৎ, আর মাত্র দুটি অ্যাসিস্ট দূরে তিনি ৪০০ ক্লাব ও আন্তর্জাতিক অ্যাসিস্টের মহামাইলফলক ছোঁয়ার অপেক্ষায়।আগামী শনিবার ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামলে সেই রেকর্ডও গড়া হতে পারে।

শান্ত /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত