ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের কারনে ভেঙ্গে গেলো বাংলাদেশের শেষ স্বপ্ন

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৫ ০৮:৪৬:৫০

ভারতের কারনে ভেঙ্গে গেলো বাংলাদেশের শেষ স্বপ্ন

সিঙ্গাপুরের কাছে ভারতের হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে ওঠার মিশন। কাগজে-কলমে সামান্য যে সম্ভাবনা ছিল, সেটিও আজ নিভে গেল।

ভারত-সিঙ্গাপুর ম্যাচেই ভেঙে গেল স্বপ্নমঙ্গলবার (১৪ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে মাঠে নামে চার দল— বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং।

বাংলাদেশ খেলেছিল হংকংয়ের বিপক্ষে, আর ভারত মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের।

বাংলাদেশ–হংকং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ভারত ১-২ গোলে হেরে যায় সিঙ্গাপুরের কাছে।ফলে চার ম্যাচ শেষে বাংলাদেশের ও ভারতের পয়েন্ট দাঁড়ায় মাত্র ২, অন্যদিকে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট ৮ করে।

এতে করে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ ও ভারতের, আর মূল পর্বে জায়গা করে নেয় হংকং ও সিঙ্গাপুরের মধ্যে যে কোনো এক দল।

শুধু আনুষ্ঠানিকতা বাকি জামাল-হামজাদেরদুই ম্যাচ হাতে থাকলেও বাংলাদেশের আর কোনো গাণিতিক সম্ভাবনা নেই। এখন বাকি ম্যাচগুলো কেবল আনুষ্ঠানিকতা পূরণ।

তবুও সান্ত্বনার জয় দিয়ে বাছাইপর্ব শেষ করতে চায় জামাল ভূঁইয়ার দল।

একজন খেলোয়াড়ের ভাষায়—

“আমরা জানি, মূল পর্বে আর ওঠা সম্ভব নয়। তবুও আমরা আমাদের গর্বের জন্য খেলব। শেষ দুই ম্যাচে ভালো কিছু করতে চাই।”

সারসংক্ষেপবাংলাদেশ ও ভারতের পয়েন্ট: ২

সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট: ৮

মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে আছে: সিঙ্গাপুর ও হংকং

বাদ পড়েছে: বাংলাদেশ ও ভারত

শান্ত /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত