ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বড় দু:সংবাদ : হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে দল থেকে বাদ পড়লো জামাল ভূঁইয়া সহ আরও যারা

২০২৫ অক্টোবর ০৯ ১৮:৩৩:১২

বড় দু:সংবাদ : হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে দল থেকে বাদ পড়লো জামাল ভূঁইয়া সহ আরও যারা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ রাত ৮টায় মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হংকং, চায়না। কিন্তু ম্যাচের আগে এসেছে বড় চমক — একাদশে জায়গা হয়নি দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার!

এর আগে ভারতের বিপক্ষেও মাঠে নামেননি তিনি। গতকাল সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন, “জামাল খেলুক বা না খেলুক, তিনিই দলের অধিনায়ক।” তবে সেই কোচই আজ আবারও জামালকে রাখলেন না মূল একাদশে।

শুধু জামালই নন, ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম ও কানাডা প্রবাসী শমিত সোমকেও রাখা হয়নি শুরুর একাদশে।

নম্বর নাইন পজিশনে খেলবেন তরুণ তারকা শেখ মোরসালিন। রাইট উইংয়ে রাকিব হোসেন, আর লেফট উইংয়ে জায়গা পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। মিডফিল্ড সামলাবেন হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, এবং সোহেল রানা জুনিয়র।

রক্ষণভাগে থাকছেন তারিক কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন। গোলপোস্টে আছেন মিতুল মারমা।

লাইভ দেখতে এখানেক্লিককরুন

বাংলাদেশের একাদশ:

মিতুল (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন, ফয়সাল ফাহিম, শেখ মোরসালিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত