ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

২০২৫ আগস্ট ১২ ১৮:৩২:০৭

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আবাহনী ঢাকা এশিয়ার নতুন প্রতিযোগিতা AFC চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৫) আবাহনী ঢাকা মুখোমুখি হবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের সাথে, যেখানে তারা ওয়েস্ট জোন প্রিলিমিনারি ম্যাচে অংশ নেবে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া এই ম্যাচটি আবাহনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কারণ ২০১৯ সালে AFC কাপের জোনাল সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আবাহনী এবার নতুন এই টুর্নামেন্টে তাদের শক্তি পরীক্ষা করবে।

ফুটবলপ্রেমীরা এই উত্তেজনাপূর্ণ লড়াই সরাসরি দেখতে পারবেন ট স্পোর্টসের ইউটিউব চ্যানেলে, যেখানে লাইভ স্ট্রিমিং ব্যবস্থা থাকবে। দেশের অন্যতম বড় ফুটবল ক্লাব আবাহনীর প্রথম AFC চ্যালেঞ্জ লিগ যাত্রা সফল হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

ম্যাচের বিস্তারিত:

তারিখ: ১৩ আগস্ট ২০২৫

সময়: বিকেল ৫টা (বাংলাদেশ সময়)

স্থান: ঢাকা জাতীয় স্টেডিয়াম

লাইভ স্ট্রিমিং: ট স্পোর্টস ইউটিউব চ্যানেল

এই ম্যাচে আবাহনী ঢাকা মুরাস ইউনাইটেডকে পরাস্ত করে AFC চ্যালেঞ্জ লিগে পথ প্রশস্ত করতে চাইবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত এবং তাদের সমর্থনের জন্য ম্যাচ দেখার উৎসব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত