দেশের এই আট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে যা যা বললেন তিন উপদেষ্টা

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত আট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে উসকানির ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
### **আলোচনা ও সমাধানের আহ্বান** সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, "শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দাবির দ্রুত বাস্তবায়ন সম্ভব নয়। তবে তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছিল এবং তারা সন্তুষ্ট ছিলেন।"
তিনি আরও বলেন, "তিতুমীর কলেজের সাম্প্রতিক ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রেনে পাথর ছোড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, যেন তারা উসকানিতে না পা দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখেন।"
### **সরকারের সহনশীল দৃষ্টিভঙ্গি** উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহনশীল। আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান করা সম্ভব। আমরা তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করতে প্রস্তুত। আশা করি, শিক্ষার্থীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং গণমানুষের ভোগান্তি তৈরি না করে আলোচনার টেবিলে আসবেন।"
তিনি আরও যোগ করেন, "জুলাই মাসের আন্দোলন সফল করেছে ছাত্ররা। আমরা তাদের নেতৃত্ব ও উদ্যোগের প্রতি শ্রদ্ধাশীল। তবে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।"
### **তিতুমীর কলেজ প্রসঙ্গে বক্তব্য** আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলা সম্ভব নয়। সেই উদ্দেশ্যে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই সমীচীন নয়। শিক্ষার্থীদের উচিত যৌক্তিক উপায়ে তাদের দাবি উপস্থাপন করা।"
### **উসকানিমূলক কর্মকাণ্ডে সতর্কতা** সবশেষে উপদেষ্টারা একমত হয়ে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো উসকানিমূলক তৎপরতায় জড়িত না হন এবং নিজেদের নাগরিক দায়িত্ব পালন করেন। সরকার শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলে আশ্বস্ত করেন।
**উল্লেখ্য,** সাম্প্রতিক সময়ে আট কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইস্যুতে আন্দোলনে অংশ নিয়েছেন। এতে তিতুমীর কলেজের ঘটনায় সংঘর্ষ ও ট্রেনের পাথর নিক্ষেপের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এ বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও উসকানিমূলক কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছে।
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
- পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব
- জামায়াত আমির স্ট্যাটাসে জানালেন ‘ভাষা হারিয়ে ফেলেছি’
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের দল, দেখেনিন একাদশ
- দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
- দাঁতের ব্যথায় ওষুধ ছাড়াই মিলবে স্বস্তি—জেনে নিন সহজ ১০টি উপায়
- কমলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১১ জুলাই ২০২৫)
- কুয়েত প্রবাসীদের জন্য বিশাল সুখবর
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- ইংল্যান্ড বনাম ভারত লর্ডস টেস্ট, জেনেনিন সর্বশেষ স্কোর