ব্রেকিং নিউজঃ মেসিদের দায়িত্বে আসছেন জিদান

সাম্প্রতিক সময়ে ফরাসি জায়ান্ট পিএসজি একঝাঁক তারকা ও পেট্রোডলারে গড়া দল নিয়ে একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছে। সর্বশেষ ম্যাচে মেসি-এমবাপ্পের মত তারকা ফুটবলার নিয়েও ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা।
ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী কাতার মালিকানাধীন ফরাসি ক্লাব পিএসজি দলের এমন শোচনীয় অবস্থার জন্য সবার আগে আঙুল উঠেছে কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের দিকে। তবে এমত অবস্থায় দলের তারকা প্লেয়ার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেরা বাদ যাচ্ছে না অন্য কোন কিছু। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পিএসজিতে গ্যালতিয়ের অধ্যায় হয়ে গেছে। ইতোমধ্যে তার বিকল্পও খুঁজে নিয়েছে ক্লাবটি।
সাম্প্রতিক ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, যদি বর্তমান কোচের বিদায় নিশ্চিত হয়, তাহলে পরবর্তী সময়ে জিদানের কথা ভাবা হচ্ছে। কেবল সমর্থকদের চাহিদার কারণে জিদানকে এগিয়ে রাখা হচ্ছে এমনটি নয়। জিদান চেয়েছিলেন ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে, কিন্তু সেই সুযোগ এখন না থাকায় পিএসজি শিবিরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর গ্যালতিয়ের বিদায় কাঙ্ক্ষিত হলেও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি নাসের আল খেলাইফির ক্লাব। তার পরিবর্তে জিদানকে আনার গুঞ্জন আগে থেকেই চলমান রয়েছে। কিন্তু দলের এমন নাজেহাল পরিস্থিতিতে সেই আলোচনাই আরও জোরালো করে তুলেছে মার্কা।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, তারকা খচিত দলে বেশ পরিবর্তন আনতে যাচ্ছে পিএসজি। দলের পরীক্ষিত তারকাদের ওপর তারা আর নির্ভর করতে রাজি নয়। তাই এমবাপেকে সঙ্গ দিতে ১৬ বছর বয়সী জায়েরে এমেরি ও ১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক চাদায়েল বিটশিয়াবুকে মূল দলে আনার কথা ভাবছে ক্লাবটি। তবে এত তারকা নিয়েও কেন সফলতার দেখা মিলছে না, সে বিষয়টিও তারা খতিয়ে দেখছে।
এর আগেও জিদানকে নিয়ে ফ্রান্স জাতীয় দল ও পিএসজির দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা তৈরি হয়েছিল। তবে তিনি চেয়েছিলেন জাতীয় দলের ডাগআউটে ফিরতে। কিন্তু দলটির কোচ দিদিয়ের দেশমকে পুনরায় দায়িত্বে রাখায় তার সেই আশা পূরণ হয়নি। এরপর ব্রাজিল জাতীয় দল, পিএসজি ও ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে তিনি যোগ দিতে পারেন বলে শোরগোল ওঠে। কিন্তু ভাষাগত জটিলতায় ব্রাজিল ও জুভেন্তাসে তার ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
কেবল তাই নয়, ভাষাগত দুর্বলতার কারণে ইংল্যান্ড বা জার্মানিতেও যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়টিও অনিশ্চিত। ফলে ঘুরেফিরে ফরাসি ক্লাবটিই আলোচনায় থাকছে। ৫০ বছর বয়সী ফ্রান্সের সাবেক বিশ্বজয়ী তারকা তার ভবিষ্যত গন্তব্য হিসেবে কোন ক্লাবকে বেছে নেন এখন সেটিই দেখার বিষয়!
- বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি: নতুন সিরিজে মাঠে নামছে টাইগাররা
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (৫ মে ২০২৫)
- বাংলাদেশের ভয়ংকর বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড ‘এ’ দলের লজ্জার হার
- মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন
- আজ ৫/৫/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- হঠাৎ পতন জ্বালানি তেলের বাজারে
- ১৯ বছর পর আবারও ইতিহাসের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
- আদালতে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি, ফের বিতর্কে হাজী সেলিম
- হায়দ্রাবাদ দলে বিশাল বড় ধাক্কা ,ছিটকে গেলো তারকা ক্রিকেটার
- আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ
- প্রতিপক্ষের জালে আটকে গেল বাংলাদেশের জয়ের স্বপ্ন
- ইতালি যেতে আগ্রহীদের জন্য সুখবর, লিগ্যাল পথে নিচ্ছে আরও শ্রমিক
- জাতীয় দল নয়, আইপিএলকেই বেছে নিলেন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
- বিকাশ গ্রাহকদের জন্য সুখবর
- গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খেলে যেসব মারাত্মক রোগ হতে পারে জেনেনিন