| ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পিএসজি নাকি বায়ার্ন-কে যাবে শেষ আটে, দেখুন কঠিন সমীকরণ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ০৮ ২১:৫১:৩২
পিএসজি নাকি বায়ার্ন-কে যাবে শেষ আটে, দেখুন কঠিন সমীকরণ

চলছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই আসরের শেষ ষোলোর ফিরতি লেগে আজ রাত ২টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে থাকা আসরের অন্যতম শক্তিশালী দল বায়ার্ন ফিরতি লেগ খেলবে নিজেদের মাঠে। বাভারিয়ানদের হারিয়ে শেষ আটের টিকিট পাবে তো মেসি-এমবাপ্পের ক্লাবপিএসজি?

এখনও পর্যন্ত সে সমীকরণে শেষ আটে যেতে হলে ফিরতি লেগে পিএসজিকে জিততে হবে ২-০ গোলে। তবে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ কতটা শক্তিশালী, তা ফুটবল সবারই জানা। ফরসি ক্লাব পিএসজির আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি কোনোকিছুই অসম্ভব মনে করছেন না।

মেসি বলেছেন, ‘খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে, যেখানে ছোট ছোট বিষয়গুলো ভাগ্য গড়ে দেবে। এই স্টেডিয়ামে জেতা খুবই কঠিন। কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত এবং ঘুরে দাঁড়াতে সক্ষম।’

এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না পিএসজি। শুধু তাই নয়, গোড়ালির ইনজুরির কারণে চলতি মৌসুমেই হয়তো ব্রাজিল সুপারস্টারকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা। তবে নেইমার না থাকলেও খুব বেশি সমস্যা মনে করছেন না পিএসজি কোচ গালতিয়ের। বরং কিলিয়ান এমবাপ্পের উপস্থিতি দলকে বাড়তি প্রেরণা জোগাবে।

তিনি বলেন, ‘নেইমারের না থাকাটা পরিষ্কারভাবে এটা দলের ক্ষতি। আমি বলব, তাঁর থাকাটা গোল করার জন্য ভালো। কিলিয়ানের (এমবাপ্পে) মতো খেলোয়াড় থাকায় দলের গভীরতা আরও বাড়বে। আশা করি, বায়ার্নের অর্ধে আমরা বলের দখল নিতে পারব। আর এমবাপ্পের মতো খেলোয়াড় থাকায় আমরা নিজেদের সৌভাগ্যবান ভাবছি। এ ম্যাচটি নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আমরা দারুণ একটি ম্যাচ খেলতে পারব বলেই মনে করি।’

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে