| ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রোনালদোর ডায়েট অনুসরণ করে ব্রাজিলিয়ান ফুটবলার মরণের উপক্রম

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ০২ ১৪:০২:৩৭
রোনালদোর ডায়েট অনুসরণ করে ব্রাজিলিয়ান ফুটবলার মরণের উপক্রম

ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৮ বছর বয়সেও বেশ ফিট। রোনালদোর চর্বিহীন এবং পেশীবহুল শরীরকে অ্যাকশন সিনেমার নায়কদের সাথে তুলনা করা যেতে পারে। এমন লাশের স্বপ্ন কে না দেখে! কিন্তু আপনি কি রোনালদো হতে চান? অন্তত ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল মেনিনো আর রোনালদো হতে চান না। পর্তুগিজ তারকার মতো মরছিলেন তিনি।

কয়েকদিন আগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার কাজ দেখে কে বলবে পর্তুগিজ সুপারস্টারের বয়স এখন চল্লিশ পেরিয়ে গেছে। যৌবনের দ্বারপ্রান্তে, যেখানে রোনালদোর বয়সের ফাঁদে পা দেওয়া উচিত, সেখানে তিনি এখনও বেশ ফিট। কিন্তু এমন ফিটনেসের রহস্য কী? - এই বয়সেও নিয়ম-নিষেধের মধ্যে খাদ্যাভাস রেখে এবং শরীরের যত্ন নিয়ে ফুটবল বিশ্বে আলো ছড়াচ্ছেন তিনি। তার ফিটনেস নিয়ে ঈর্ষান্বিত হওয়া স্বাভাবিক। রোনালদোর মতো হতে কে না চায়!

ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল মেনিনোও হতে চেয়েছিলেন রোনালদোর মতোন। বেচারার শখ জেগেছিল রোনালদোর মতো ফিটনেস অর্জনের। তাই অনুসরণ করেছিলেন পর্তুগিজ মহাতারকার ডায়েট চার্ট। কিন্তু তাতে হয়েছে হিতে বিপরীত। রোনালদোর ডায়েট চার্ট মানতে গিয়ে মেনিনোর মনে হয়েছিল, মরে যাচ্ছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম পালমেইরাস কাস্ট'কে এমনটাই জানিয়েছেন মেনিনো।

২০১৯ সাল থেকে ক্লাবটির মূলদলে খেলছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাসের যুবদলে বেড়ে ওঠা এই মিডফিল্ডার। তবে ২০২০-২১ সালেও তিনি ক্লাবটির কোচ আবেল ফেরেইরার সুনজর অর্জন করতে পারেননি। মধ্যমাঠে তার পজিশনে কোচের তৃতীয় পছন্দের খেলোয়াড় ছিলেন তিনি। তাই কোচের আস্থা অর্জনে রোনালদোর মতো হতে চেয়েছিলেন মেনিনো।

পালমেইরাসের পুষ্টিবিদ মিরটেসকে বলেছিলেন, রোনালদোর মতো ডায়েট চার্ট করে দিতে। রোনালদোর মতোই খেতে শুরু করেন সকালে একটি করে ডিম ও সাপ্লিমেন্টস, বিকেলে অনুশীলনের আগে ও রাতে ঘুমাতে যাওয়ার আগেও সাপ্লিমেন্টস, দুপুর আর রাতে গ্রিল্ড মাছ কিংবা মাংস এবং সালাদ।

ফলশ্রুতে কেমন হয়েছিল শোনা যাক মেনিনোর বয়ানিতে, 'আমার ওজন ঠিকঠাক ছিল। কিন্তু আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম। আমি পালমেইরাসের পুষ্টিবিদ মিরটেসকে বলি আমার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে খাদ্যতালিকা বানিয়ে দিতে। আমি রোনালদোর মতো হতে চেয়েছিলাম।'

রোনালদোর ডায়েট চার্ট ফলো করে রোনালদোর মতো ফিটনেস তো পাওয়া হয়নি-ই উল্টো মেনিনোর মনে হয়েছে মরে যাচ্ছেন তিনি।

মেনিনো বলেন, 'আমি ওয়ার্মআপ করতাম এবং কোনোভাবে আর দৌড়াতে পারতাম না। আমার শুধু মনে হতো, আমি মরে যাব। ম্যাচের পাঁচ মিনিট পরই আমি মাঠে আর দৌড়াতে পারতাম না। আমার পরিবর্তে বিকল্প খেলোয়াড় নামানোর প্রয়োজন হতো। সে (মিরেটস) বুঝতে পেরেছিল আমি ভালো ছিলাম না।'

ক্রিকেট

সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য

সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য

বাংলাদেশ ক্রিকেটের বিশ্বস্ত অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে ঘিরে সম্প্রতি ...

কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে

কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে

প্রায় ১৯ বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। এক সময়ের গর্বের ফরম্যাট, ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে