| ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শরীরে নেই উপসর্গ, করোনা পজিটিভ রোনালদো

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ অক্টোবর ২৩ ১২:১৮:১১
শরীরে নেই উপসর্গ, করোনা পজিটিভ রোনালদো

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে রোনালদোর। উয়েফার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগের ম্যাচে খেলতে হলে একজন খেলোয়াড়কে ম্যাচের সাত দিন আগে করোনা নেগেটিভ হতে হয়। সে ক্ষেত্রে বার্সার বিপক্ষে খেলতে হলে ২১ অক্টোবরের মধ্যে নেগেটিভ হতে হতো পর্তুগিজ তারকাকে।

তবে আশা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। জানা যায়, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে উয়েফার অনুমতি নিয়ে রোনালদোর আরেকবার করোনা টেস্ট করা হবে। যদি সেই পরীক্ষায় নেগেটিভ হন, তাহলে লিওনেল মেসির বার্সার বিপক্ষে দেখা যেতে পারে সিআর সেভেনকে। আর যদি পজিটিভ হন, তাহলে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার রোমাঞ্চ থেকে বঞ্চিত হবেন ফুটবলপ্রেমীরা।

গত ১৩ অক্টোবর পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোর করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। এরপর রোনালদোকে এয়ার অ্যাম্বুলেন্সে পর্তুগাল থেকে ইতালিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই আইসোলেশনে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। বাসায় থেকে প্রয়োজনীর চিকিৎসার পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

আইসোলেশন থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রোনালদো। নিয়মিত ফিটনেস ট্রেনিং করছেন; সেসব মুহূর্ত আবার ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ছবিতে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে তাঁকে। তবে কোয়ারেন্টিনে থাকাকালীন মাথার চুল ফেলে দিয়েছেন জুভেন্টাস তারকা।

ফুটবল

শেষ মিনিটে সব ওলটপালট, বার্সাকে স্তব্ধ করেদিলো ইন্টার

শেষ মিনিটে সব ওলটপালট, বার্সাকে স্তব্ধ করেদিলো ইন্টার

২০২৪-২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সবচেয়ে নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো ইতালির ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরো। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে