টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি

টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি বেশ বিরল এক দৃশ্যই। ২০০৬ থেকে পুরোদমে শুরু হওয়া ২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত জোড়া সেঞ্চুরির ইনিংস দেখা গিয়েছে মোটে ৯ বার। গতকাল পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে দেখা গেল ১০ম জোড়া সেঞ্চুরি।
ইসলামাবাদের বিপক্ষে ম্যাচে কোয়েটার দুই ব্যাটার রাইলি রুশো এবং হাসান নাওয়াজ তুলে নিয়েছেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকান ব্যাটার রুশো ৪৬ বলে ১০৪ করেছেন। আর হাসান নাওয়াজ ৪৫ বলে করেছেন শতক। দুজনের ব্যাটে ভর করে ২৬৩ রানের পাহাড়সম এক স্কোর দাঁড় করায় কোয়েটা। সেটাই আবার পিএসএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।
তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এদিনের রেকর্ডটা কেবলই দুই সেঞ্চুরিয়ানের জন্য। রুশো এবং হাসানের সেঞ্চুরি যে একেবারেই নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে একই ইনিংসে দুজন নন-ওপেনার ব্যাটার করলেন সেঞ্চুরি।
এর আগের ৯ জোড়া সেঞ্চুরির ঘটনায় অন্তত একজন ওপেনারের উপস্থিতি ছিল। ৬ বার দেখা গিয়েছে দুই ওপেনারের সেঞ্চুরি। অন্য ৩ বার ওপেনারের সঙ্গে ছিলেন তিন কিংবা চারে নামা কোনো ব্যাটার। আর গতকাল ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরি পেলেন তিনে নামা রাইলি রুশো এবং চারে ব্যাট করতে আসা হাসান নাওয়াজ।
শুধু এখানেই থামছে না রুশো-নাওয়াজ কীর্তি। প্রথমবারের মতো পিএসএলে একই ইনিংসে দেখা গিয়েছে দুই সেঞ্চুরি। সেটাও এক রেকর্ডই বটে। আবার ৫০ থেকে ১০০ রানে যেতে হাসান নাওয়াজ খেলেছেন মোটে ১৬ বল। যেটা পিএসএলে ৫০ থেকে ১০০ করার বিচারে দ্বিতীয় দ্রুততম। এর আগে উসমান খান ১৪ বলে খেলেই ৫০ থেকে ১০০ পর্যন্ত গিয়েছিলেন।
ইতিহাস গড়ার ম্যাচটায় রুশো-নাওয়াজের কোয়েটা জিতেছে হেসেখেলে। ২৬৪ রানের লক্ষ্য খেলতে নেমে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড অলআউট হয়েছে মোটে ১৫৪ রানে। ১০৯ রানের বিশাল জয় পিএসএল পয়েন্ট টেবিলে কোয়েটার স্থানটা আরও শক্ত করেছে।
- ভারত-পাকিস্তানকে সতর্ক করে যে ঘোষণা দিলো আফগানিস্তানের তালেবান
- এএসপি আত্মহত্যার আসল কারণ জানালেন তার ভাই
- ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার
- 'অপারেশন সিন্দুর'-এর পর বন্ধ হয়ে যাবে আইপিএল
- নতুন আইনের ইঙ্গিত, শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ বড় সিদ্ধান্ত
- হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- স্বর্ণের দাম আজ হঠাৎ কত হলো জানেন
- সৌদিতে ১৭ হাজার বাংলাদেশি গ্রেপ্তার : আসল তথ্য যা জানা গেল
- ভারতে ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- এইমাত্র পাওয়া : ভারতে একাধিক বিমানবন্দর বন্ধ
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)