প্রবাসীরা জেনেনিন নতুন নীতিমালায় এসাইলাম আবেদনকারীদের জন্য সুখবর

সংকটকালীন জরুরি অবস্থার সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে, তারা এ সুবিধার আওতায় পড়বেন।
গত ২১ মে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে দেশটিতে ক্ষতির সম্মুখীন হওয়া এসাইলাম আবেদনকারীদের উদ্দেশে কয়েকটি নতুন নীতিমালা উল্লেখ করা হয়েছে।
স্পেনে অবস্থানরত এসাইলাম বা আসিলো আবেদন যাদের চলমান ছিল এবং জরুরি রাষ্ট্রীয় সতর্কতা ঘোষণার পর থেকে তা আটকে আছে তাদের পরবর্তী করণীয় বিষয়ে বলা হয়েছে নতুন নীতিমালায়।
যারা আসিলো আবেদন করে লালকার্ডধারী আছেন এবং যাদের কার্ডের মেয়াদ স্পেনে জরুরি অবস্থা শুরু হওয়ার আগে শেষ হয়েছে বা জরুরি অবস্থা চলাকালীন শেষ হবে তাদের কার্ডের মেয়াদ এই নোটিশের আলোকে সাত মাস বৃদ্ধি করা হয়েছে। তবে এর মাঝে যদি পুলিশ অফিস থেকে আসিলো আবেদন নাকচ করে দেয়া হয়, সেক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। যেদিন আসিলো আবেদন নাকচ করার চিঠি আসবে সেদিন থেকেই আবেদনকারী স্পেনে অবৈধ হবেন বা তার স্পেনে অবস্থানের কোনো বৈধ কাগজ থাকবে না।
দ্বিতীয়ত-নীতিমালায় বলা হয়েছে, যারা স্পেনে নতুন আসিলো বা এসাইলাম আবেদন করেছেন এবং কোনো লাল কার্ড হাতে পাননি বা তাদের অনেকেরই CITA বা অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু জরুরি অবস্থার কারণে যেতে পারেননি এবং তাদের হাতে
এসাইলাম আবেদনের সময় যে সাদা কাগজটি দেয়া হয়েছিল (যার মেয়াদ ৬ মাস ছিল) তার মেয়াদ যদি জরুরি অবস্থা শুরু হবার আগে বা চলাকালীন সময়ে শেষ হয়ে যায়, তাহলে তাদের এই বিজ্ঞপ্তির আলোকে সেই সাদা কাগজের মেয়াদ আরও ৯ মাস বৃদ্ধি করা হয়েছে। যেদিন থেকে সেই সাদা কাগজের মেয়াদ শেষ হবে সেদিন থেকে এর মেয়াদ শুরু হবে, যদি না ইতোমধ্যে পুলিশ অফিস থেকে এসাইলাম আবেদন নাকচ না করে দিয়ে থাকে।
সাদা কাগজধারী এসাইলাম আবেদনকারীদের জন্য সবচেয়ে ভালো দিকটা হলো সেই সাদা কাগজের মেয়াদ যাদের ছয়মাস পার হয়ে গেছে তাদেরকে বর্তমানে কাজের অনুমতিও দেয়া হয়েছে। একই সঙ্গে, যাদের লাল কার্ড ছিল কিন্তু কাজের অনুমতি ছিল না,
তাদেরকেও কাজের অনুমতি দেয়া হয়েছে নতুন নীতিমালায়। তারা চাইলে যেকোনো কোম্পানিতে বৈধভাবে চুক্তিসহ কাজ করতে পারবেন। অর্থাৎ ইতোমধ্যে যেসব এসাইলাম আবেদনকারী কাজের অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা সবাই এখন ছয়মাস অতিবাহিত হওয়া সাদা কাগজ বা ইতোমধ্যে পাওয়া লাল কাগজ দিয়েই যেকোনো কোম্পানিতে কাজ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি অবস্থা চলাকালীন আসিলো অফিসে পূর্ব নির্ধারিত যত CITA বা অ্যাপয়েন্টমেন্ট ছিল বা আছে সেগুলো বাতিল করা হয়েছে।
দেশটির বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় এসাইলাম সম্পর্কে নতুন নীতিমালায় এই বিষয়গুলো পরিষ্কার হওয়ায় এখানকার এসাইলাম আবেদনকারী যারা
আছেন, বিশেষ করে যারা কাজের অনুমতির জন্য অপেক্ষা করছিলেন তাদের অনেক উপকার হবে এবং তারা এখন থেকে বৈধভাবেই স্পেনের যেকোনো কোম্পানিতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী (কোম্পানি তাদেরকে নিয়োগ নিলে) তারা বিনা বাধায় কাজ করার
সুযোগ পাবেন। এছাড়া স্পেনের রিফিউজি অফিসে CITA বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সবসময়ই সময়সাপেক্ষ ব্যাপার। তাই এসাইলাম আবেদনকারী বা যাদের লালকার্ড আছে, সেটা স্বয়ংক্রিয় নবায়ন হওয়াতে অনেকেই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।
- "লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"
- আলোচিত সেই বাবা-মেয়েকে নিয়ে যা বলছেন কেয়ারটেকার, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- এবার যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- আ:লীগ নিষিদ্ধ হওয়ায় যা বললেন : জামায়াত আমির
- দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস, কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে
- রেশমা উদ্ধারের নাটক কেন সাজানো হয়েছিলো
- নতুন দু:সংবাদ জানালো আবহাওয়া অফিস
- সৌদিতে প্রবাসীসহ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর
- আজ সন্ধ্যার আগেই ঝড় হতে পারে যে ৬ জেলায়
- যা কেউ ভাবেনি, সেটাই করলেন তামিম ইকবাল
- হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
- চলছে উপদেষ্টাদের বৈঠক; ওদিকে আ. লীগ নিষিদ্ধে অনড় ফ্যাসিবাদবিরোধীরা
- দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার নতুন মূল্য তালিকা প্রকাশ
- শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির