টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: নারী ক্রিকেটে ঘটল নজিরবিহীন এক ঘটনা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারের মধ্যকার খেলায় এক ম্যাচেই দেখা গেল ১০ জন ব্যাটারের রিটায়ার্ড আউট ও ১৫ জনের শূন্য রানে ফেরত যাওয়ার রেকর্ড!
ইচ্ছে করেই রিটায়ার্ড আউট—ইউএইর ব্যাটিং কৌশল
ব্যাংককে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে সংযুক্ত আরব আমিরাত নারী দল। তাদের দুই ওপেনার, অধিনায়ক এশা ওজা ও তীর্থা সতীশ শুরু থেকেই মারমুখী ব্যাটিংয়ে কাতারকে চেপে ধরেন। মাত্র ১৬ ওভারেই বিনা উইকেটে দলটি তোলে ১৯২ রান! এরপরই ঘটে নজিরবিহীন ঘটনা—দুই ওপেনার রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান, অর্থাৎ স্বেচ্ছায় ড্রেসিংরুমে ফেরেন।
এরপর পরবর্তী ৮ ব্যাটারকেও রিটায়ার্ড আউট ঘোষণা করে ইউএই টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় এই অভিনব উপায়ে তারা কার্যত ইনিংস শেষ করে। স্কোরকার্ডে ১১তম ব্যাটারের নামের পাশে লেখা হয় ‘অপরাজিত ০’।
রেকর্ড গড়া ইনিংস ও সেঞ্চুরি
রিটায়ার্ড আউট হওয়ার আগে এশা ওজা খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র ৫৫ বলে ১১৩ রান করেন তিনি, যেখানে ছিল ১৪টি চার ও ৫টি ছক্কা। এটি ছিল আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে তার চতুর্থ শতক, যা এই ফরম্যাটে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির নতুন রেকর্ড। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও তানজানিয়ার ফাতুমা কিবাসুকে।
তীর্থা সতীশও কম যাননি। ৪২ বলে করেন ৭৪ রান, মারেন ১১টি চার। এই দুই ওপেনারের জুটিতেই আসে ১৯২ রান—টি-টোয়েন্টি ক্রিকেটে এক অসাধারণ অর্জন।
কাতারের বিপর্যয়, নতুন এক ‘ডাক’ রেকর্ডইউএইয়ের কৌশলের যথার্থতা যেন প্রমাণ করতেই নেমেছিল কাতার দল। মাত্র ১১.১ ওভারেই তারা গুটিয়ে যায় ২৯ রানে! দলের হয়ে ২০ রান একাই করেন ওপেনার উইকেটকিপার রিজফা বানো ইমানুয়েল। অ্যাঞ্জেলাইন মেয়ার করেন ৫, শাহরিন বাহাদুর ২ রান। বাকি ৭ ব্যাটারই ফেরেন শূন্য রানে।
শুধু কাতার নয়, ইউএইয়ের ৮ ব্যাটারও নামের পাশে শূন্য নিয়ে ম্যাচ শেষ করেন। ফলে দুই দলের মিলিয়ে এই ম্যাচে মোট ১৫ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন—যা আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বোচ্চ। এর আগে মেয়েদের ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ৯টি ‘ডাক’ ছিল। ছেলেদের ক্রিকেটে সর্বোচ্চ ১১টি শূন্য দেখা গেছে, তাও শুধু টেস্টে। সীমিত ওভারে সর্বোচ্চ ৯টি।
এক নজরে ম্যাচের রেকর্ডসমূহ:
???? এক ইনিংসে সর্বোচ্চ ১০ রিটায়ার্ড আউট (পূর্বে সর্বোচ্চ ২)
???? এক ম্যাচে সর্বোচ্চ ১৫ ‘ডাক’ (নারী ক্রিকেটে)
???? আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির মালিক এখন এশা ওজা
???? ১৬ ওভারে বিনা উইকেটে ১৯২ রান—ব্যাটিং দাপটের নিদর্শন
এই ম্যাচটি প্রমাণ করল, ক্রিকেট শুধু রানেই নয়, কৌশলেও ইতিহাস গড়তে পারে।
- এইমাত্র পাওয়া : নতুন ঘোষণা দিলেন সেনা প্রধান
- শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি
- "বৈধ ভিসা নিয়েও ফিরতে হচ্ছে বাংলাদেশিদের
- ব্যাংকে গভীর সংকট: মূলধন সংকটে ২৩ ব্যাংক
- ডাকসু জিএস প্রার্থী মাহিনের এনসিপি থেকে বহিষ্কার, ফেসবুকে দিলেন বিস্ফোরক মন্তব্য
- ভিসা কেলেঙ্কারি! বাতিল করা হলো ৬ হাজারের বেশি ভিসা
- শক্তি বাড়াচ্ছে হারিকেন অ্যারিন, সরে যাওয়ার নির্দেশ
- এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত
- ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে ফ্লাইট
- ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
- লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
- ভিসা নিয়ে সুখবর : মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
- “দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা
- ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা, জমে উঠেছে ভোটের মাঠ
- নেইমারকে ঘিরে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনা: ব্রাজিল স্কোয়াডে বড় প্রত্যাবর্তন