| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

"লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ মে ১০ ১৭:৫৯:১২

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জের লঞ্চঘাটে তরুণীকে পেটানোর সেই ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হতেই উত্তাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম। অবশেষে ভিডিওতে দেখা যুবক নিজেই আত্মসমর্পণ করেছেন পুলিশে! বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শনিবার বিকেলে ওই যুবক, যার নাম নেহাল আহমেদ জিহাদ, নিজ উদ্যোগে হাজির হন মুন্সিগঞ্জ সদর থানায়। পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাঁকে ডাকা হলে তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

কি ঘটেছিল লঞ্চে?শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা 'এমবি ক্যাপ্টেন' নামের একটি যাত্রীবাহী লঞ্চে ‘ব্যাচেলর পার্টি’ চলছিল বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, ওই দলে থাকা যুবকরা অশ্লীল আচরণ ও মাদকসেবনের মতো কাজ করছিলেন। লঞ্চঘাটে পৌঁছালে স্থানীয় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে লঞ্চে উঠে মারমুখী হয়ে ওঠেন। এর জেরেই সংঘর্ষ, ভাঙচুর এবং শেষ পর্যন্ত দুই তরুণীকে টেনে বের করে প্রকাশ্যে পেটানো হয়।

তরুণীর উপর হামলা: ভাইরাল ভিডিও নিয়ে দেশজুড়ে আলোড়নঘটনার ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায়, স্থানীয় একদল উত্তেজিত যুবক দুই তরুণীকে রুম থেকে টেনে বের করে গালিগালাজ ও মারধর করছে। ভিডিওতে থাকা নেহাল নামের যুবকই ছিলেন এই ‘শাস্তি প্রদানের’ নেতৃত্বে। ভিডিও প্রকাশের পর শুরু হয় ব্যাপক সমালোচনা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠে আসে।

নেহালের আত্মপক্ষ সমর্থন: যা বললেন থানায় এসেনেহাল দাবি করেন, "আমি নিজের উদ্যোগেই ওদের শাসন করেছি। যদি না করতাম, হয়তো আরও বড় কিছু ঘটে যেত।" তিনি আরও বলেন, উত্তেজিত জনতার হাত থেকে মেয়েদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছিল, সেগুলো তিনিই উদ্ধার করেছেন। মেয়েদের ‘রক্ষা’ করতেই তিনি নাকি মারধর করেছেন।

পুলিশের অবস্থান: মামলা হয়নি, তবে প্রস্তুত রয়েছে আইনগত ব্যবস্থাপুলিশ জানিয়েছে, এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে ভুক্তভোগী তরুণীরা চাইলে মামলা করতে পারবেন। ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেষ কথা: আইন কি ন্যায় প্রতিষ্ঠা করবে, নাকি ভাইরালের তাপে চাপা পড়বে সত্য?এই ঘটনায় একদিকে তরুণীর প্রতি সহিংসতা, অন্যদিকে ‘শিক্ষা দেওয়ার’ নামে আইন হাতে তুলে নেওয়া—উভয়ই প্রশ্ন তুলেছে ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা নিয়ে। এখন দেখার বিষয়, মামলা হলে কোন পথে এগোয় তদন্ত ও বিচার।

মেজর ডালিম /

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button