| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অ্যাম্বুলেন্স দেখে পালানো যুবকের সাথে যা হলো

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ১৭ ১৬:১২:০০
অ্যাম্বুলেন্স দেখে পালানো যুবকের সাথে যা হলো

স্থানীয় প্রশাসন জানিয়েছে, করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে ওই যুবকের দাফনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তার বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউনের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, ওই যুবক নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত পাঁচদিন আগে নারায়ণগঞ্জ থেকে নলছিটিতে গ্রামের বাড়িতে আসেন তিনি। ১৫ মে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এখনো তার প্রতিবেদন আসেনি।

এ ব্যাপারে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনীবুর রহমান বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই যুবক পাঁচদিন আগে নলছিটির ওই গ্রামে আসেন। এলাকাবাসীর কাছে জানতে পেরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে। শনিবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে বরিশাল পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি অ্যাম্বুলেন্স দেখে বাড়ি থেকে পালিয়ে যান। আজ সকাল ৮টার দিকে বাড়িতে তিনি মারা যান।

এদিকে, নলছিটিতে ৩৩ বছরের এক ব্যবসায়ীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১২ মে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে তার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। এ নিয়ে নলছিটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিনজনে।

অপরদিকে, জেলার রাজাপুরে একজন নার্সের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল তার করোনা পজিটিভ আসে। দুজন নার্সসহ এ নিয়ে রাজাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল চারজনে।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠি জেলায় সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ জন। এর মধ্যে কাঁঠালিয়া উপজেলায় দুজন এবং ঝালকাঠি সদরে ১০ জন আছেন।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে