| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে অপপ্রচার হচ্ছে : ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ১৫ ১৬:৪৪:১৬
করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে অপপ্রচার হচ্ছে : ওবায়দুল কাদের

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এ অভিযোগ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতিনিধির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের আগে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সামাজিক যোগযোগমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা মৃত্যুবরণ করছে ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত। প্রকৃতপক্ষে মৃত্যুর পর যাদের করোনা পরীক্ষা করা হচ্ছে পজিটিভ, নেগেটিভ দুটোই আসছে। অনেকে নানা শারীরিক জটিলতায় স্বাভাবিক মৃত্যুও বরণ করছে। এসব স্বাভাবিক মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।’

জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার নিরাপত্তা অপরাধ নিয়ন্ত্রণে। জাতীয় তথ্য ভাণ্ডারের সুরক্ষা সামাজিক যোগযোগমাধ্যমে অনেকেই টুইস্ট করে অপপ্রচারমূলক কথা বা গুজব রটনা করে যাচ্ছে। নানা অপরাধমূলক কাজে যারা উসকানি দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে আইন যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সজাগ রয়েছে।’

কেউ ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের শিকার হলে বিষয়টি সরকার জানানোর আহ্বান জানানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এক্ষেত্রে কোনো আইনের অপপ্রয়োগ ঘটে সরকারের সংশ্লিষ্ট মহলে সেটি জানানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। যারা বিক্ষুদ্ধ হচ্ছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, কাউকে অন্যায়ভাবে দোষারোপ করা হলে তারা যেন সেটি অবগত করার ব্যাপারে সচেতন থাকেন।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

ফুটবল

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সুচি

আজ শনিবার, ৩ মে ২০২৫—ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য টিভি এবং অনলাইনে খেলার দারুণ এক দিন। ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে