সমুদ্র থেকে লাফিয়ে ওঠা মাছ ঘাড় ছিদ্র করে ফেলল কিশোরের

সূচের মত তীক্ষ্ণ মাথার একটি ‘নীডলফিশ’ সমুদ্র থেকে লাফিয়ে উঠে ১৬ বছর বয়সী মুহম্ম'দ ইদুলের ঘাড় এফোঁড়-ওফোঁড় করে ফেলে এবং সেই মাছের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যান তিনি। জীবন বাঁ'চাতে ওই অবস্থাতেই তীরের দিকে সাঁতার শুরু করেন এবং তীরে পৌঁছে হা*সপা*তালের দিকে দৌড় শুরু করেন।
মুহম্ম'দ ইদুল যে হাসিখুশি অবস্থায় বেঁ`চে আছেন এবং সবাইকে তার গল্প বলতে পারছেন, সেই কৃতিত্বের অধিকাংশই তার উপস্থিত বুদ্ধি সম্পন্ন বন্ধু ও হা*সপা*তালের যত্নশীল চিকৎসকদের পাওনা।
ওই ঘটনার পাঁচদিন পর মুহম্ম'দ ইদুল বন্ধু সার্দির সঙ্গে রাতে মাছ ধরতে সমুদ্রে যাওয়ার পরের ঘটনা বিবিসিকে জানান।
তিনি বলেন, সার্দির নৌকা আগে রওনা করে, তারপর আরেকটি নৌকায় যাই আমি। সৈকত থেকে প্রায় আধা মাইল দূরে যাওয়ার পর সার্দি নৌকার ফ্ল্যাশলাইট জ্বেলে দেয়। সেসময় হঠাৎ একটি নীডলফিশ পানি থেকে লাফিয়ে উঠে আমা'র ঘাড়ে তার সুঁচালো ঠোঁট ঢুকিয়ে দেয়।
তিনি জানান, সঙ্গে সঙ্গে অন্ধকার পানিতে পড়ে যান তিনি। মাছটি তখনও তার ঘাড়ে আ'ট'কে রয়েছে। মাছের সরু, লম্বা ও তীক্ষ্ণ মুখাগ্র তার চোয়ালের নিচের দিক দিয়ে ঢুকে মাথার পেছনের ভাগ দিয়ে বের হয়ে ছিল তখন।
সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মাছটি সে অবস্থাতেও পানির মধ্যে পালানোর জন্য ছটফট করছিল এবং ইদুল তার ঘাড়ের ভেতর অনুভব করতে পারছিলেন মাছের ছটফটানি। এসময় ইদুল মাছটি শক্ত করে ধরে রাখেন এবং বন্ধু সার্দির কাছে সাহায্য চান।
ইদুল বলেন, সার্দি আমাকে বলে মাছটিকে যেন ঘাড় থেকে বের না করার চেষ্টা করি, তাহলে র'ক্তপাত বেড়ে যাবে। ইদুল ও তার বন্ধু সার্দি দুইজনই তখন সাঁতরে তীরে চলে আসেন। পুরোটা সময় মুহম্ম'দ ইদুল প্রায় আড়াই ফিট লম্বা মাছটি হাত দিয়ে ধরে রাখেন যেন সেটি বেশি নাড়াচাড়া করতে না পারে।
এরপর ইদুলের বাবা সাহারউদ্দিন দ্রুত বাউ-বাউ’এর একটি হা*সপা*তালে নিয়ে যান ছেলেকে। হা*সপা*তালে যেতে তাদের গ্রাম দক্ষিণ বুটন থেকে প্রায় দেড় ঘণ্টা লাগে। কিন্তু ওই হা*সপা*তালের চিকিৎসকরা মাছটি কাটতে পারলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় মুহম্ম'দ ইদুলের ঘাড় থেকে মাছের ঠোঁট বের করতে পারেনি। যার ফলে ঠোঁটটি আ'ট'কে ছিল মুহম্ম'দ ইদুলের ঘাড়েই। ঘাড় থেকে মাছের ঠোঁটটি বের করতে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের কেন্দ্রীয় হা*সপা*তালে। সেই আধুনিক ওয়াহিদিন সুদিরোহুসোদো হা*সপা*তালের কর্মীরাও এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন।
হা*সপা*তালের পরিচালক খালিদ সালেহ জানান, এ ধরণের ঘটনা এই প্রথমবারের মত দেখেছেন তারা। মাছের ঠোঁটটি ইদুলের ঘাড় থেকে বের করতে পাঁচজন বিশেষজ্ঞের এক ঘণ্টাব্যাপী অ'স্ত্রপচার করতে হয়েছে।
ঘটনার পাঁচদিন পর মুহম্ম'দ ইদুলের সঙ্গে সাংবাদিকদের কথা হয় তখন তিনি যথেষ্ট সুস্থ। তার ঘাড়ে ব্যান্ডেজ বাঁ'ধা। তিনি তখনও ঘাড় পুরোপুরি ঘোরাতে পারছেন না, তবে তার মুখে হাসি।
হা*সপা*তালের পরিচালক খালিদ সালেহ জানান, ইদুলের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে। তবে সে এখনই তার গ্রামে ফিরে যেতে পারবে না, কারণ তার আরো বেশকিছু পরীক্ষা করতে হবে।
তবে এরকম অদ্ভুত ঘটনা ঘটলেও মুহম্ম'দ ইদুলের মাছ ধ'রার শখ কিন্তু আগের মতই রয়েছে।
ইদুল বলেন, পরেরবার থেকে আমা'র আরেকটু সতর্ক থাকতে হবে। নীডলফিশ আলো সহ্য করতে পারে না। তাই আলো জালার সঙ্গে সঙ্গেই সেটি লাফিয়ে পানির ওপর উঠে আসে।
- ফের হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার
- স্বর্ণের দাম যত হতে পারে চলতি বছরের শেষ দিকে
- আবার লম্বা ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য
- নতুন ঘোষণা দিলো ওমান
- টানা ৪ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে দুই উপজেলার সর্বনাশ
- সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, যে ভবিষ্যদ্বাণী
- বেড়েছে সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট (২ মে ২০২৫)
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- প্রবাসীদের জন্য বিরাট সুখবর
- এবার যে আতঙ্কে সৌদি প্রবাসী বাংলাদেশিরা
- ১৪ বছরের নায়ক এবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়
- প্রবাসীদের বিরাট সুখবর দিল ওমান
- আম্পায়ারদের হাত করেছেন রোহিত, বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের ঝড়, ভাইরাল ভিডিও
- এবার আরও কমলো জ্বালানি তেলের দাম