| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

১৪ বছরের নায়ক এবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মে ০২ ১২:০৯:১৭
১৪ বছরের নায়ক এবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়

বিশ্বরেকর্ড গড়া এক জয়ের রেশ কাটতে না কাটতেই রাজস্থান রয়্যালসকে গুনতে হলো ভয়ঙ্কর এক লজ্জা। আগের ম্যাচে ইতিহাস গড়ে মাত্র ১৫.৫ ওভারে ২১১ রান তাড়া করেছিল তারা। কিন্তু পরের ম্যাচেই যেন সব ওলটপালট—মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেবল ১১৭ রানেই গুটিয়ে যায় রাজস্থান। ১০০ রানের বিশাল ব্যবধানে হারল তারা, আর সঙ্গে সঙ্গে ছিটকে গেল চলমান আইপিএল ২০২৫ থেকে।

আগুনে ব্যাটিং মুম্বাইয়েরগতকাল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ব্যাটে দলটি পায় স্বপ্নের সূচনা। ওপেনিং জুটিতে আসে ১১৬ রান। রিকেলটন খেলেন ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস; রোহিত শর্মা করেন ৩৬ বলে ৫৩ রান।

শেষদিকে সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া মিলে ইনিংসটাকে উড়ন্ত শেষ দেন। দুজনেই ২৩ বল খেলে সমান ৪৭ রান করে অপরাজিত থাকেন। মুম্বাই শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ২১৭ রান—এবারের আইপিএলে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

রাজস্থানের ব্যাটিং ধস: হিরো থেকে জিরোমাত্র এক ম্যাচ আগে ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী করেছিলেন ইতিহাস—সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রাজস্থানের জয় এনে দিয়েছিলেন। এবার সেই বৈভবই ব্যর্থতার প্রতীক। মাত্র ১ রানেই তাকে ফিরিয়ে দেন দীপক চাহার। এরপর একে একে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শুভাম দুবে—কারও ব্যাটেই জ্বলেনি আগুন।

সবচেয়ে বেশি রান এসেছে পেসার জোফরা আর্চারের ব্যাট থেকে—মাত্র ৩০! ফলে ১৬.১ ওভারে ১১৭ রানে অলআউট রাজস্থান।

মুম্বাইয়ের পক্ষে ট্রেন্ট বোল্ট ও কার্ন শর্মা নেন ৩টি করে উইকেট। জাসপ্রিত বুমরাহর শিকার ২ উইকেট।

টুর্নামেন্ট থেকে বিদায় রাজস্থানেরএই হারের ফলে ১১ ম্যাচে ৮টি হার নিয়ে রাজস্থানের বিদায় নিশ্চিত হলো। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি এবার খুবই বিব্রতকর পারফরম্যান্স দেখালো শেষ দিকে।

অন্যদিকে, দারুণ ছন্দে ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতে ৫ ম্যাচের মধ্যে ৪টিতে হারলেও পরের ৬টি ম্যাচেই জয় পেয়েছে রোহিত–পান্ডিয়ারা। পয়েন্ট টেবিলে তারাই এখন শীর্ষে।

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে