দালালের মাধ্যমে সৌদি গিয়ে নিখোঁজ দুই প্রবাসী

রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের এক প্রান্তে এখন কান্না আর উৎকণ্ঠার ধ্বনি—দালালের ফাঁদে পড়ে সৌদি আরব গিয়ে নিখোঁজ দুই যুবক! ভাগ্য বদলের আশায় ১০ লাখ টাকা খরচ করে বিদেশ পাড়ি দিয়েছিলেন চাচাতো ভাই সোহেল মোল্লা ও ইকবল মোল্লা। কিন্তু এখন তাঁদের পরিবার দিশেহারা—গত তিন মাস ধরে তাঁদের কোনো খোঁজই নেই!
বিদেশে যাওয়ার স্বপ্ন, বাস্তবে দুঃস্বপ্ন!২০২৪ সালের ৯ জুন। সোহেল (কামাল মোল্লার ছেলে) ও ইকবল (মৃত ইয়াছিন মোল্লার ছেলে) সৌদি আরবে পাড়ি দেন রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া গ্রাম থেকে। তাঁদের পরিবার জানায়, স্থানীয় দালাল মনিরদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লার প্রতারণার ফাঁদে পড়ে তাঁরা দেশ ছাড়েন। ভালো চাকরির আশ্বাসে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র।
কিন্তু সৌদিতে পৌঁছে তাঁরা পড়েন ভয়ঙ্কর বিপদে। প্রতিশ্রুত কাজ তো মেলেনি বরং তাঁরা চরম নির্যাতনের শিকার হন। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারিতে ফের ২ লাখ টাকা দাবি করে দালালরা। পরিবারের লোকজন শেষ সম্বল বিক্রি করে তা পাঠালেও, এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় সোহেল ও ইকবলের সঙ্গে যোগাযোগ।
মানবপাচারের মামলা, আইনি লড়াই শুরুদীর্ঘ তিন মাস ধরে স্বামীর কোনো খোঁজ না পেয়ে সোহেলের স্ত্রী রিনা আক্তার অবশেষে মুখ খোলেন। গত ২৭ এপ্রিল তিনি রাজবাড়ী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন অভিযুক্ত দুই দালালের বিরুদ্ধে।
রিনার বক্তব্য স্পষ্ট:
"দালালরা আরও ১০ লাখ টাকা চাচ্ছে! আমরা এখন নিঃস্ব। আমার স্বামী বেঁচে আছে কি না তাও জানি না। সরকারের হস্তক্ষেপ ছাড়া আমাদের বাঁচার আর উপায় নেই।"
ইকবলের স্ত্রী সেলিনা খাতুন সংবাদমাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন:
"আমার ভাসুর ও স্বামীর জীবন এখন অনিশ্চিত। ওদের কী হয়েছে জানি না। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি—আমাদের পুরুষদের দেশে ফিরিয়ে আনুন।"
দালালদের পাল্টা বক্তব্য, দায় এড়িয়ে চলছে সবাইঅভিযুক্ত মনিরদ্দিন মোল্লা বলেন,
"আমি কাউকে বিদেশ পাঠাইনি, সব করেছে আমার শ্যালক মামুন।"
অন্যদিকে মামুন দাবি করছেন,
"তারা কাজ করতে চায়নি। কোম্পানি পাসপোর্ট ফেরত দিয়েছে। আমি দায়িত্ব শেষ করেছি।"
কিন্তু পরিবার বলছে—এই সবই "গায়ের ঝাড়"। কারণ, পাসপোর্ট হাতে পেয়েও তাঁরা দেশে ফিরতে পারছেন না। তাঁদের কোথায় রাখা হয়েছে, তা-ও জানে না পরিবার।
তদন্তে নামছে পিবিআই, সতর্ক বার্তা সরকারেরপিবিআই ফরিদপুর-এর পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন,
"মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। কেউ দোষী হলে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন দালালের ফাঁদে না পড়ে, সে জন্য সচেতনতা জরুরি।"
শেষ কথা—প্রতিটি নিখোঁজ প্রবাসীর জীবন নিয়ে প্রশ্ন, কবে ফিরবেন তাঁরা?সোহেল ও ইকবলের পরিবার এখন প্রতিটি ফোন রিংয়ে কেঁপে ওঠে। হয়তো সে ফোনটাই—যেখানে প্রিয় মানুষটির কণ্ঠ মিলবে… অথবা সরকার জানাবে, তাঁরা ফিরছেন।
তবে প্রশ্ন রয়ে গেছে:
কেন এখনো আটক রয়েছেন তাঁরা?
সরকার কি দ্রুত উদ্ধার উদ্যোগ নিচ্ছে?
আর কতজন এই দালাল চক্রের শিকার হবেন?
- ফের হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার
- স্বর্ণের দাম যত হতে পারে চলতি বছরের শেষ দিকে
- আবার লম্বা ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য
- নতুন ঘোষণা দিলো ওমান
- এক লাফে যত কমলো লিটার প্রতি জ্বালানি তেলের দাম
- কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে দুই উপজেলার সর্বনাশ
- টানা ৪ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, যে ভবিষ্যদ্বাণী
- বেড়েছে সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট (২ মে ২০২৫)
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- এবার যে আতঙ্কে সৌদি প্রবাসী বাংলাদেশিরা
- ১৪ বছরের নায়ক এবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়
- প্রবাসীদের বিরাট সুখবর দিল ওমান
- প্রবাসীদের জন্য বিরাট সুখবর
- আম্পায়ারদের হাত করেছেন রোহিত, বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের ঝড়, ভাইরাল ভিডিও