
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
প্রবাসীরা সাবধান : মাত্র এক ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭১ অভিবাসী

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে অভিবাসী ধরতে চালানো বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান। অভিযানে অংশ নেয় ১৬০ জন অভিজ্ঞ কর্মকর্তা।
কারা কারা আটক হয়েছেন?বাসরি জানান, অভিযানে মোট ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ২৫৪ জন স্থানীয় এবং বাকিরা অভিবাসী। আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
আটক হওয়ার কারণ কী?আটকদের মধ্যে কেউ কেউ ছিলেন অবৈধ অভিবাসী, কারো ভিসার মেয়াদ উত্তীর্ণ, আবার কেউ পরিচয়পত্র ছাড়াই অবস্থান করছিলেন। অনেকে আবার দোকানে ক্রেতা সেজে পালানোর চেষ্টাও করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
সবাইকে এখন সেলাঙ্গরের বারানাং এলাকার অস্থায়ী ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও অভিযানএর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই এলাকায় বড় আকারে অভিযান চালানো হয়েছিল। আর ২৫ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। সেই অভিযানে অংশ নিয়েছিল মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা একেপিএস।
বিশেষ নজরে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' ফ্লাইটমালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা জানায়, বিমানবন্দরে চালানো ৭ ঘণ্টার অভিযানে বিশেষ নজর দেওয়া হয় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইট’-এর যাত্রীদের ওপর। সেই অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর পরিচয়পত্র ও ভ্রমণ নথিপত্র যাচাই করা হয়।
FAQs:
১. কোথায় অভিযান চালানো হয়?মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায়।
২. কতজনকে আটক করা হয়েছে?বাংলাদেশিসহ মোট ১৭১ জন অভিবাসী।
৩. কেন তাদের আটক করা হয়েছে?ভিসার মেয়াদ শেষ, বৈধ কাগজপত্র না থাকা এবং পরিচয়পত্র ছাড়া অবস্থানের কারণে।
৪. কোথায় নেওয়া হয়েছে আটক ব্যক্তিদের?সেলাঙ্গোরের বারানাং ইমিগ্রেশন ডিপোতে।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি নিয়ে বিসিবিকে যা বললেন তাসকিন নিজেই