| ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুলাই ২৯ ১০:৫২:৫৫
আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিবেচিত পেপ গার্দিওলা স্পষ্ট জানিয়ে দিলেন—কাতালান ক্লাবটিতে তার ফেরার আর কোনো সম্ভাবনা নেই। কোচ হোক বা সভাপতি—বার্সায় আর ফিরবেন না তিনি। স্পেনের জনপ্রিয় ম্যাগাজিন GQ España-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বার্সেলোনা অধ্যায়ের পুরোপুরি সমাপ্তির কথা জানিয়ে দেন এই কিংবদন্তি কোচ।

‘গল্পটা ছিল অসাধারণ, কিন্তু শেষ হয়ে গেছে’

সাক্ষাৎকারে গার্দিওলাকে প্রশ্ন করা হয়েছিল—"আপনি কি কখনও বার্সেলোনায় ফিরে যেতে চান, নাকি এটা একেবারেই শেষ হয়ে গেছে?" উত্তরে ৫৩ বছর বয়সী কোচ বলেন,"এটা শেষ। চিরতরে শেষ। সময়টা ছিল দারুণ, কিন্তু সেটা অতীত। এখন আমি সামনে এগোতে চাই।"

এমন স্পষ্ট ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বুঝিয়ে দিয়েছেন, বার্সা সমর্থকদের বহুদিনের প্রত্যাশা আর পূরণ হবে না।

‘প্রেসিডেন্ট? আমি এ কাজের জন্য তৈরি না’

অনেকে ধারণা করেছিলেন, ভবিষ্যতে হয়তো ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে দেখা যেতে পারে গার্দিওলাকে। কিন্তু সেখানেও বন্ধ গেট। প্রশ্নের উত্তরে গার্দিওলা সরাসরি জানান,"আমি এই কাজের লোক নই। প্রেসিডেন্ট হওয়ার জন্য যে ধরনের নেতৃত্ব ও ব্যবস্থাপনার দক্ষতা দরকার, তা আমার নেই। আমি ফুটবল কোচিংই ভালোবাসি।"

সিটি অধ্যায়ের পর দীর্ঘ বিরতিতে যাচ্ছেন গার্দিওলা

পেপ গার্দিওলা বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জানিয়েছেন, এই অধ্যায় শেষ হলেই তিনি বিশ্রামে যাবেন।তিনি বলেন,"আমি জানি, ম্যানচেস্টার সিটির এই অধ্যায় শেষ হওয়ার পর আমি কোচিং থেকে বিরতিতে যাব—এটা একেবারে নিশ্চিত। কতদিনের জন্য সেটা বলতে পারছি না। হতে পারে এক বছর, দুই বছর, বা আরও বেশি। তবে এই বিরতি আমার দরকার, নিজের জন্য, নিজের শরীরের জন্য।"

গার্দিওলার ট্রফি সংগ্রহ: কিংবদন্তির চিত্র

পেপ গার্দিওলা এখন পর্যন্ত কোচ হিসেবে জিতেছেন ৩৯টি বড় ট্রফি—

বার্সেলোনার সঙ্গে ১৪টি

বায়ার্ন মিউনিখের সঙ্গে ৭টি

ম্যানচেস্টার সিটির সঙ্গে ১৮টি

এই সংখ্যাটি তাকে এনে দিয়েছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতা কোচের স্বীকৃতি। তার ওপরে শুধু রয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি জিতেছেন মোট ৪৯টি ট্রফি। ফলে মাত্র ১০টি শিরোপা দূরে পেপ।

ভক্তদের জন্য কষ্টের খবর হলেও গর্বের অধ্যায়

গার্দিওলার বার্সেলোনা অধ্যায় ছিল এক বৈপ্লবিক সাফল্যের গল্প। লিওনেল মেসির নেতৃত্বে তার টিকি-টাকা দর্শনে বার্সা ফুটবল ইতিহাসে এক নতুন মানদণ্ড গড়ে তোলে। তবে সেই গল্পের পরিণতি হয়েছে, এবং গার্দিওলা নিজেই দিয়েছেন তার কলমচিহ্নিত শেষ লাইন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

নিজস্ব প্রতিবেদক: একসময়ের প্রতিশ্রুতিশীল ব্যাটার নাঈম শেখ ফের সমালোচনার মুখে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ...

শেষ হলো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট-ইন্ডিজের ম্যাচ,জেনেনিন ফলাফল

শেষ হলো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট-ইন্ডিজের ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এক কথায় একচেটিয়া আধিপত্য! ক্যারিবীয় মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ না ...

ফুটবল

ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার

ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: নারী কোপা আমেরিকা ২০২৫-এর সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে পরাজয়ের পর গভীর হতাশা ঝরেছে ...

আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিবেচিত পেপ গার্দিওলা স্পষ্ট ...

Scroll to top

রে
Close button